রমজান কাদিরভকে পুরস্কৃত করলেন পুতিন

  বিশেষ প্রতিনিধি    06-10-2022    196
রমজান কাদিরভকে পুরস্কৃত করলেন পুতিন

চেচনিয়ার নেতা রমজান কাদিরভকে কর্ণেল জেনারেলের পদে পদোন্নতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সেনাবাহিনীতে এটি তৃতীয় সর্বোচ্চ পদ। রমজান কাদিরভকে পুতিন এমন সময় পুরস্কৃত করলেন যখন রুশ সেনারা ইউক্রেনের কাছে পরাস্ত হচ্ছে, ইউক্রেনের একের পর এক অঞ্চল তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। ৪৬ বছর বয়সী রমজান কাদিরভ বলেছেন, কর্ণেল জেনারেল পদে পদোন্নতি পাওয়া তার জন্য ‘অনেক বড় সম্মান’। চেচনিয়ার শাসক যুদ্ধবাজ কাদিরভ জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন এ পুরস্কারের ব্যাপারে তাকে ব্যাক্তিগতভাবে অবহিত করেছিলেন। সেনাবাহিনীর উচ্চপদে পদোন্নতি পাওয়ার বিষয়টি টেলিগ্রামে জানিয়েছে কাদিরভ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট আমাকে কর্ণেল জেনারেল পদ দিয়েছেন। এটি আমার জন্য একটি পদোন্নতি। এদিকে এর আগে সপ্তাহে ইউক্রেনের ওপর ‘লো ইয়েল্ড’ পারমাণবিক অস্ত্র ব্যবহারের আহ্বান জানিয়েছিলেন রমজান কাদিরভ। তবে তার এ অনুরোধে ইতিবাচক সাড়া দেননি রুশ কর্মকর্তারা। সূত্র: আল জাজিরা

আন্তর্জাতিক-এর আরও খবর