‘বন্ধু তুই আমার’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক তানভীর তনু ও নায়িকা ইরা শিকদার। অ্যাকশন ও রোমান্টিক সিনেমা নির্মাণ করছেন নির্মাতা আনোয়ার শিকদার।
গত ১৩ জানুয়ারি থেকে তিনশ ফিট ডাক্তার বাড়ীসহ পূর্বাঞ্চলের বিভিন্ন লোকেশনে ‘বন্ধু তুই আমার’ সিনেমাটির শুটিং চলছে। এই সিনেমাটি প্রযোজনা করছে রেনস মাল্টিমিডিয়া। এতে তানভীর তনু-ইরা শিকদার ছাড়াও অভিনয় করছেন আরেক জুটি নিঝুম রুবিনা ও অন্তর।
নায়িকা ইরা শিকদার বলেন, ‘সিনেমায় গল্প এবং আমার চরিত্রটা খুবই সুন্দর। সিনেমার নামটির মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ভিন্ন ধরনের একটি গল্পে কাজ করতে যাচ্ছি। এবার দর্শক নতুন একটি চরিত্রে ইরাকে পাবেন। সর্বশেষ এতোটুকু বলতে পারি, দর্শক সিনেমাটি গ্রহণ করবেন ভালো ভাবেই।’
নতুন সিনেমা নিয়ে নির্মাতা আনোয়ার শিকদার বলেন, ‘অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক ঘরানার ছবি ‘বন্ধু তুই আমার’। এই ছবিতে দেশপ্রেমের বিষয়টিও আছে। আমার বিশ্বাস, দর্শকদের কাছে ছবিটি চমৎকার লাগবে।’
‘বন্ধু তুই আমার’ সিনেমায় বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন শাহনুর, বড়দা মিঠু, রেবেকা, শফিক খান দিলু, দুলারী, সরল হাসমত, জ্যাকি আলমগীর, সুমাইয়া, কৌতুক অভিনেতা শাহিন, সুরাইয়া, মিস্টি সুভাস, প্রাণ রায়সহ অনেকে।
এবার জুটি বাঁধলেন তানভীর তনু-ইরা শিকদার
‘বন্ধু তুই আমার’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক তানভীর তনু ও নায়িকা ইরা শিকদার। অ্যাকশন ও রোমান্টিক সিনেমা নির্মাণ করছেন নির্মাতা আনোয়ার শিকদার।
গত ১৩ জানুয়ারি থেকে তিনশ ফিট ডাক্তার বাড়ীসহ পূর্বাঞ্চলের বিভিন্ন লোকেশনে ‘বন্ধু তুই আমার’ সিনেমাটির শুটিং চলছে। এই সিনেমাটি প্রযোজনা করছে রেনস মাল্টিমিডিয়া। এতে তানভীর তনু-ইরা শিকদার ছাড়াও অভিনয় করছেন আরেক জুটি নিঝুম রুবিনা ও অন্তর।
নায়িকা ইরা শিকদার বলেন, ‘সিনেমায় গল্প এবং আমার চরিত্রটা খুবই সুন্দর। সিনেমার নামটির মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ভিন্ন ধরনের একটি গল্পে কাজ করতে যাচ্ছি। এবার দর্শক নতুন একটি চরিত্রে ইরাকে পাবেন। সর্বশেষ এতোটুকু বলতে পারি, দর্শক সিনেমাটি গ্রহণ করবেন ভালো ভাবেই।’
নতুন সিনেমা নিয়ে নির্মাতা আনোয়ার শিকদার বলেন, ‘অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক ঘরানার ছবি ‘বন্ধু তুই আমার’। এই ছবিতে দেশপ্রেমের বিষয়টিও আছে। আমার বিশ্বাস, দর্শকদের কাছে ছবিটি চমৎকার লাগবে।’
‘বন্ধু তুই আমার’ সিনেমায় বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন শাহনুর, বড়দা মিঠু, রেবেকা, শফিক খান দিলু, দুলারী, সরল হাসমত, জ্যাকি আলমগীর, সুমাইয়া, কৌতুক অভিনেতা শাহিন, সুরাইয়া, মিস্টি সুভাস, প্রাণ রায়সহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জি. মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল
০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 8, 2024, 2:52 pm