বিয়ের দিন আমাকে জোর করে কোর্টে নেওয়া হয়: সালমা হায়েক

  বিশেষ প্রতিনিধি    10-02-2023    230
বিয়ের দিন আমাকে জোর করে কোর্টে নেওয়া হয়: সালমা হায়েক

হলিউডের তারকা অভিনেত্রী সালমা হায়েক। ব্যক্তিগত জীবনে ফ্রান্সের ব্যবসায়ী ফ্রাঁসোয়া-হেনরি পিনাল্টকে বিয়ে করেছেন। ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি কোর্টে গিয়ে বিয়ে করেন মেক্সিকান বংশদ্ভুত মার্কিন এই অভিনেত্রী। এ দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। সন্তান জন্মের দেড় বছর পর বিয়ে করেন তারা।

বিয়ের ১৩ বছর পর বিয়ে নিয়ে আতঙ্কের কথা জানালেন ৫৬ বছর বয়সী সালমা হায়েক। যুক্তরাষ্ট্রভিত্তিক নারীবিষয়ক গ্ল্যামার ম্যাগাজিনের ফেব্রুয়ারি সংখ্যার প্রচ্ছেদে মডেল হয়েছেন সালমা হায়েক। তাতে ব্যক্তিগত জীবনের গোপন তথ্য ফাঁস করেন ‘ডেসপেরাডো’খ্যাত এই অভিনেত্রী।

নিজের বিয়ে সে খবরই জানতেন না সালমা হায়েক। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘জানতামই না সেদিন আমার বিয়ে। এটি আমার জন্য কঠিন একটি পরিস্থিতি ছিল। মনে হয় না, এ বিষয়টি আমি আগে বলেছি।’

জোর করে তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল বলে দাবি করেন সালমা হায়েক। এ অভিনেত্রী বলেন, ‘আমাকে তারা কোর্টে নিয়ে গিয়েছিল। আমার বাবা-মা, ভাই দল বেঁধে কাজটি করেছিল। বিয়ে বিষয়টি নিয়েই আমার আতঙ্ক ছিল। কোর্টে বিয়ে করেছিলাম কারণ তারা আমাকে জোর করে সেখানে নিয়ে গিয়েছিল। আমি খুবই নার্ভাস ছিলাম।’

বিয়ের আইনি কাজ সম্পন্ন করার পর সালমা হায়েককে তার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়। শাশুড়ির প্রতি মুগ্ধতা প্রকাশ করে ‘ফ্রম ডাস্ক টিল ডাউন’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘বিয়ের পর শ্বরবাড়িতে দুপুরের খাবার খাই। আমার শাশুড়ি দারুণ একজন মানুষ। আমার কাছে এ বিষয়ে বিকল্প কোনো পথ ছিল না।’

২০০৭ সালের ৯ মার্চ সালমা হায়েক জানান, তিনি অন্তঃসত্ত্বা। আর তার সন্তানের বাবা ফ্রান্সের ব্যবসায়ী ফ্রাঁসোয়া-হেনরি পিনাল্ট। তার সঙ্গে বাগদানও সেরেছেন তিনি। একই বছরের ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সালমা হায়েক জন্ম দেন একটি কন্যা সন্তান।

২০০৯ সালের বিশ্ব ভালোবাসা দিবসে তার পরিবারের সদস্যরা পিনাল্টের সঙ্গে সালমা হায়েককে বিয়ে দেন। সালমা হায়েকের এটি প্রথম বিয়ে হলেও ফ্রাঁসোয়ার এটি দ্বিতীয় বিয়ে।

বিনোদন-এর আরও খবর