ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার, যার বয়স এখন ৪০ ছুঁই ছুঁই। জীবনে বহুবার বসন্তের ছোঁয়া লাগলেও টেকেনি তার একটি সম্পর্কও। সবশেষ পরিচালক আবির সেনগুপ্তের সিনেমার প্রচারে গিয়েই দু’জন দু’জনকে মন দিয়ে বসেছিলেন। তাদের বিয়ে করারও খবর এসেছিল গণমাধ্যমে কিন্তু সে সম্পর্কও ভেঙে যায়। বর্তমানে তিনি ‘সিঙ্গেল’ রয়েছেন।
গুঞ্জন শোনা যায়, ‘যমের রাজা দিল বর’ সিনেমা ফ্লপ হওয়ার পর থেকেই নাকি টলে যায় তাদের সম্পর্ক। ছিল মতের অমিলও। এখন আবির থাকেন ভারতের মুম্বাইয়ে। বেশ কিছু ওয়েব সিরিজ আর সিনেমাতেও কাজ করছেন তিনি।
আবিরের আগে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছিলেন পায়েল। কিন্তু সে প্রেমও টেকেনি তাদের। সম্পর্কের কথা অবশ্য খোলাখুলি স্বীকারও করেননি তারা। তবে তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। বর্তমানে নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন পায়েল সরকার।
সম্প্রতি ভারতীয় এক রিয়েলিটি শোতে এসে সঞ্চালককে তিনি অনুরোধও করেছিলেন ছেলে খুঁজে দেওয়ার জন্য।
ভালো বেসেছেন, কাছে টেনেছেন; কিন্তু প্রেম পূর্ণতা পায়নি। অনুরাগীরাও তাই চান, পায়েল যেন সুখী হন, আরও যেন এগিয়ে যায় তার কাজ।
সূত্র: টিভি৯
প্রেমিক খুঁজছেন পায়েল
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার, যার বয়স এখন ৪০ ছুঁই ছুঁই। জীবনে বহুবার বসন্তের ছোঁয়া লাগলেও টেকেনি তার একটি সম্পর্কও। সবশেষ পরিচালক আবির সেনগুপ্তের সিনেমার প্রচারে গিয়েই দু’জন দু’জনকে মন দিয়ে বসেছিলেন। তাদের বিয়ে করারও খবর এসেছিল গণমাধ্যমে কিন্তু সে সম্পর্কও ভেঙে যায়। বর্তমানে তিনি ‘সিঙ্গেল’ রয়েছেন।
গুঞ্জন শোনা যায়, ‘যমের রাজা দিল বর’ সিনেমা ফ্লপ হওয়ার পর থেকেই নাকি টলে যায় তাদের সম্পর্ক। ছিল মতের অমিলও। এখন আবির থাকেন ভারতের মুম্বাইয়ে। বেশ কিছু ওয়েব সিরিজ আর সিনেমাতেও কাজ করছেন তিনি।
আবিরের আগে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছিলেন পায়েল। কিন্তু সে প্রেমও টেকেনি তাদের। সম্পর্কের কথা অবশ্য খোলাখুলি স্বীকারও করেননি তারা। তবে তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। বর্তমানে নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন পায়েল সরকার।
সম্প্রতি ভারতীয় এক রিয়েলিটি শোতে এসে সঞ্চালককে তিনি অনুরোধও করেছিলেন ছেলে খুঁজে দেওয়ার জন্য।
ভালো বেসেছেন, কাছে টেনেছেন; কিন্তু প্রেম পূর্ণতা পায়নি। অনুরাগীরাও তাই চান, পায়েল যেন সুখী হন, আরও যেন এগিয়ে যায় তার কাজ।
সূত্র: টিভি৯
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জি. মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল
০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 8, 2024, 3:49 pm