কক্সবাজারে শাকিবকে কেক খাওয়ালেন কলকাতার নায়িকা

  বিশেষ প্রতিনিধি    29-05-2023    105
কক্সবাজারে শাকিবকে কেক খাওয়ালেন কলকাতার নায়িকা

রবিবার বঙ্গোপসাগরের তীরের জেলা কক্সবাজারে শুটিং করছিলেন শাকিব খান। আসন্ন ঈদুল আজহার সিনেমা প্রিয়তমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।

ঈদে মুক্তি নিশ্চিত করতেই দিনরাত ক্যামেরার সামনে থাকতে হচ্ছে শাকিব খানকে।

কিন্তু শাকিবের ক্যারিয়ারের একটি বিশেষ দিন ছিল রবিবার।

দুই যুগ আগে অর্থাৎ ২৪ বছর আগে এই দিনেই শাকিব ঢাকাই চলচ্চিত্রে অভিনেতা হিসেবে অভিষিক্ত।

দিনব্যাপী ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছিলেন শাকিব। শুটিংয়ের ফাঁকে সোশ্যাল হ্যান্ডেলে সেসব খেয়ালও করছিলেন।

শাকিবের শুটিং ইউনিট, ‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ কিংবা শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে কলকাতা থেকে আসা ইধিকা পাল কেউই ভোলেননি।

তাই আকস্মিক শুটিং থামিয়ে কেক খাইয়ে দিলেন ইধিকা পাল।

মূলত কক্সবাজারে শুটিংয়ের ফাঁকে শাকিবের ক্যারিয়ারের এই উজ্জ্বল ক্ষণটিকে কেক কেটে উদযাপন করা হয়।

এসময় শুটিং ইউনিটের সকলেই উপস্থিত থেকে শাকিব খানের ২৪ বছর উদযাপনের পাশাপাশি আসন্ন সময়কে ঘিরে শুভাশীষ জানান।

ক্যারিয়ারের বিশেষ এই দিনে শাকিব বলেন, ‘আজ আমার চলচ্চিত্রের ক্যারিয়ারের বিশেষ দিন।

এই দিনটিকে আমি কখনোই ভুলে যাব না। কেননা আমার সিনেমায় পা রাখার পেছনে যে সকল মানুষের অবদান রয়েছে তাদের আমি কখনোই ভুলতে পারি না।

বিশেষ করে সোহানুর রহমান সোহান ভাই, আজিজ রেজা ভাইকে আমার সবসময় মনে থাকবে, যেমনটা থাকে।

আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে স্মরণ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন।’

১৯৯৯-এর ‘অনন্ত ভালোবাসা’ থেকে শুরু হয়ে ২০২৩-এ ‘লিডার আমিই বাংলাদেশ’।

বিনোদন-এর আরও খবর