সিলেটে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ পররাষ্ট্রমন্ত্রীর

  বিশেষ প্রতিনিধি    21-06-2023    90
সিলেটে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ পররাষ্ট্রমন্ত্রীর

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচনে ভোট দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য এ কে আব্দুল মোমেন।

বুধবার (২১ জুন) সকালে নগরীর বন্দরবাজার এলাকার দূর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।

পররাষ্ট্রমন্ত্রী ভোট দিতে কেন্দ্রে আসেন ৯টা ৫০ মিনিটে। এরপর ভোট দেন ১০টায়। ভোট দেওয়া শেষে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় ইভিএমে। প্রতিটি ভোটকক্ষে সিসিটিভির নজরদারি রয়েছে। সিলেট সিটি করপোরেশনে ১৯০টি ভোটকেন্দ্রের ১৩২টিই গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ।

নগরীর ৪২নম্বর ওয়ার্ডের ১৮টির সবকটি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। সিটির মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন।

এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৭ জন। সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে মো. আব্দুল হানিফ কুটু ঘোড়া প্রতীকে, মো. ছালাহ উদ্দিন রিমন ক্রিকেট ব্যাট প্রতীকে, মো. শাহজাহান মিয়া বাস প্রতীকে ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা হরিণ প্রতীকে এবং জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম গোলাপ ফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী সিসিক নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

১৯০টি কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে এক হাজার ৩৬৪টি। সব ভোটকেন্দ্র ও কক্ষে সিসি ক্যামেরা রয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের স্বার্থে সব ভোটকেন্দ্রেই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তৎপর থাকবেন।

সারাদেশ-এর আরও খবর