উখিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ গ্রেফতার-১

  বিশেষ প্রতিনিধি    17-07-2023    171
উখিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ গ্রেফতার-১

উখিয়া থানাধীন পালংখালী এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং ইয়াবাসহ মোঃ ওসমান (৩১) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন,উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড নলবনিয়া এলাকার সুলতান আহাম্মেদের ছেলে মোঃ ওসমান (৩১)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্র-গোলাবারুদ ও মাদক ক্রয়-বিক্রয়/অন্যান্য সরবরাহের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক বর্ণিত স্থানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল মোঃ ওসমান নামে একজন ব্যক্তিকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি তার বসত ঘরে কাঠের আলমারীর উপরে ১টি প্লাস্টিকের বস্তায় অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রক্ষিত আছে মর্মে জানায়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তির ভাষ্যমতে তার বসত ঘর তল্লাশি করে সর্বমোট ১টি ওয়ান শুটারগান, ২টি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড খালি কার্তুজ এবং ৪ হাজার ৪শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী জানায়, সে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডের সহিত জড়িত এবং বিভিন্ন কৌশলে বিদেশি অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্য ইয়াবা নিজ হেফাজতে রেখে দুষ্কৃতিকারীদের নিকট বিক্রয় করে থাকে। তিনি আরো জানান, উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও ইয়াবাসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর