গাজা ‘পুরোপুরি অবরুদ্ধ’!

  বিশেষ প্রতিনিধি    09-10-2023    47
গাজা ‘পুরোপুরি অবরুদ্ধ’!

ডেস্ক নিউজ: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকাকে ‘পুরোপুরি’ অবরুদ্ধ করে ফেলা হয়েছে। এ সময় তিনি জানান, সেখানে কোনো খাবার ও জ্বালানিও ঢুকতে দেয়া হবে না। এদিকে, জুবিলি উদ্বাস্তু শিবিরে ইসরাইল আকাশপথে হামলা চালিয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। এতে কয়েক ডজন ফিলিস্তিনি হতাহত হয়েছে। ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের তৃতীয় দিনে আজ সোমবার এ হামলা চালানো হয়। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, এ যুদ্ধের তৃতীয় দিনে সোমবার স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত ৫১৬ জন ফিলিস্তিনি এবং ৮০০ জন ইসরাইলি নিহত হয়েছে। এদিকে, রিফাত আল আরির নামে গাজার একজন বাসিন্দা আলজাজিরাকে জানিয়েছেন, তাদেরকে ইসরাইলি বোমার মুহুর্মুহু শব্দের মধ্যে রাত পার করতে হয়েছে। ইসরাইলের অবরুদ্ধ এ উপত্যকায় যে পরিমাণ বোমাবর্ষণ করা হচ্ছে তা ভাষায় প্রকাশ করার মতো না বলে জানিয়েছেন রিফাত। তিনি জানান, গাজা জুড়েই, বিশেষত মসজিদ, ব্যবসাকেন্দ্র ও আবাসিক এলাকাগুলোতে যেখানে ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছে সেসব এলাকাকে টার্গেট করে প্রচুর বোমা হামলা চালাচ্ছে ইসরাইল। ‘গত রাতে আমরা যা দেখেছি তা আগে কখনো দেখিনি। আমরা একটুও ঘুমাতে পারিনি। পরিস্থিতি খুবই ভয়ঙ্কর ছিল,’ বলেন তিনি। রিফাত বলেন, ‘আমি মনে করি এটা মাত্র শুরু। কারণ তারা একটি মিনিটের জন্যও আক্রমণ থামায়নি।’ এদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার পার্শ্ববর্তী এলাকাগুলো এখন তাদের ‘পুরোপুরি নিয়ন্ত্রণে’। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, কিছু কিছু এলাকায় যুদ্ধ চলমান রয়েছে। সূত্র : আলজাজিরা

আন্তর্জাতিক-এর আরও খবর