ইউক্রেনে যুদ্ধরত নাগরিকদের নিয়ে উদ্বিগ্ন নেপাল সরকার

  বিশেষ প্রতিনিধি    23-12-2023    74
ইউক্রেনে যুদ্ধরত নাগরিকদের নিয়ে উদ্বিগ্ন নেপাল সরকার

ইউক্রেনে হামলা চালানোর জন্য জাতিসংঘের নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলো নেপাল। অথচ সেই দেশের নাগরিকরাই রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিচ্ছে। যুদ্ধে প্রাণ হারিয়েছেন অন্তত ছয় জন।

এমন খবরে উদ্বেগ প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল।

এক প্রতিবেদনে প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল বলেন, ইউক্রেনের সেনাবাহিনী যে (রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেয়া) কিছু নেপালিকে বন্দি করে রেখেছে- এমন তথ্য আমরা সরকারিভাবে পেয়েছি। নেপালিরা ইউক্রেনের্ সেনাবাহিনীর হয়ে কাজ করছে- এমন তথ্যও পাওয়া গেছে। ভ্রমণ বা পড়াশোনা করার ভিসা নিয়ে যাওয়া কিছু নেপালিকে রুশ সেনাবাহিনীতে নেয়া হয়েছে। তাদের মধ্যে ছয়জন মারা গেছেন। এটা আমাদের জন্য নতুন এবং কঠিন এক চ্যালেঞ্জ।

মনে করা হয় প্রায় ২০০ নেপালি বর্তমানে রাশিয়ান সেনাবাহিনীতে বিভিন্ন পর্যায়ে কাজ করছে। কিছু নেপালি যুবক ইউক্রেনীয় সেনাবাহিনীতেও কাজ করছে।

এর আগে, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বেশ কয়েকটি ভিডিওতে নেপালি যুবকদের রাশিয়ান এবং ইউক্রেনীয় সেনাবাহিনীতে কাজ করতে দেখা গেছে। ওইসব ভিডিওতে দাবি করা হয় তারা মাসে ৪৮০০ ডলার পর্যন্ত আয় করতে পারে। খবর কাটমান্ডু পোস্ট, এনডিটিভি।

আন্তর্জাতিক-এর আরও খবর