পারিনীতির পূরণ হচ্ছে শৈশবের স্বপ্ন

  বিশেষ প্রতিনিধি    24-09-2022    193
পারিনীতির পূরণ হচ্ছে শৈশবের স্বপ্ন

ক্যারিয়ারে খুব কম সিনেমা দিয়েই ভক্তদের মুগ্ধ করেছেন অভিনেত্রী পারিনীতি চোপড়া। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো সম্পূর্ণ অ্যাকশন অবতারে পর্দায় আসছেন তিনি। ‘কোড নেম তিরাঙ্গা’ শিরোনামের এই সিনেমাটিতে একজন কপের চরিত্রে অভিনয় করছেন পারিনীতি। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটি ট্রিজার। আর এতেই নেটদুনিয়ায় ঝড় বয়ে যাচ্ছে। ট্রিজারে পারিনীতির ভিন্নরূপি উপস্থিতি দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। ভক্তদের প্রশংসায় উচ্ছ্বসিত এই অভিনেত্রী গণমাধ্যমে বলেন, ‘অভিনেত্রী হিসেবে আমি খুবই সৌভাগ্যবান, কারণ আমার ক্যারিয়ারে অনেকগুলো প্রথম হয়েছে। আমি সবসময়ই অ্যাকশন ধাচের কাজ নিয়ে পর্দায় হাজির হতে চেয়েছি। কিন্তু সেই সুযোগ পাইনি। অবশেষে সেই স্বপ্ন পূরণ হচ্ছে। এই সিনেমাটির গল্প শোনার পরই মনে হয়েছিল, নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে এর চেয়ে ভালো সিনেমা আর হতে পারে না । চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে অভিনয় করার। আমি রোমাঞ্চিত, ক্যারিয়ারের ১১ তম বছরে প্রথমবারের মতো অ্যাকশন সিনেমায় অভিনয় করলাম । সিনেমাটির ট্রিজার থেকে দর্শকদের যে প্রতিক্রিয়া পাচ্ছি তাতে আমি সত্যি মুগ্ধ । পর্দায় আমি কোন রূপে আসছি ট্রিজার তার আভাস মাত্র । মনে হচ্ছে কষ্ট সার্থক হতে যাচ্ছে।’ পরিনীতি আরও বলেন, ‘প্রথমবারের মতো একজন এজেন্টের চরিত্রে অভিনয় করলাম। ছোটবেলায় ভাবতাম বড় হয়ে দেশের একজন এজেন্ট হবো। তখন খেলনা বন্দুক নিয়ে এজেন্টের ভাব নিতাম। নিজেকে ভারতের সেরা এজেন্ট মনে করতাম। এই সিনেমাটি দিয়ে শৈশবের স্বপ্ন পূরণ হচ্ছে। সিনেমাটির শুটিংয়ে সেই তাড়না অনুভব করেছি। আমার বিশ্বাস দর্শকরা সিনেমাটি ভালোবেসেই গ্রহণ করবেন।’ উল্লেখ্য, রিভু দাসগুপ্ত পরিচালিত এই সিনেমাটি আগামী ১৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিনোদন-এর আরও খবর