সবুজবাগ সমাজ উন্নয়ন কমিটির জরুরি সভা সম্পূণ

  বিশেষ প্রতিনিধি    25-09-2022    934
সবুজবাগ সমাজ উন্নয়ন কমিটির জরুরি সভা সম্পূণ

কক্সবাজার শহরস্থ দক্ষিণ রুমালিয়ার ছড়া,সবুজবাগ এলাকার "সবুজবাগ উন্নয়ন কমিটির" জরুরি সভা আনুষ্ঠানিক ভাবে সম্পূণ করা হয়েছে। গত শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত অনুমান ৯টার সময় কক্সবাজার সবুজবাগ এলাকার "সবুজবাগ সমাজ উন্নয়ন কমিটির" নিজ কার্যলয়ে সংগঠনের সকল কর্মীদের সাথে আলোচনার মধ্যে দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করে।এই জরুরি সভা জামাল উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন নুরুল ইসলাম নুরী, নাজমুল হুদা, মফিজুর রহমান, বেলাল আহমেদ, আবদুল মালেক, সৈয়দুল হক, মহিউদ্দিন, মোহাম্মদ শামশুল আলম প্রমুখ। এসময় বক্তারা বলেন, সবুজবাগ সমাজ উন্নয়ন কমিটি সবুজবাগ এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবী, এলাকাবাসীর আশা ভরসার এক ঠিকানা। সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকান্ড বন্ধ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করে যাবে এ কমিটি। কমিটির গঠনতন্ত্র প্রণয়ন, উপদেষ্টা পরিষদ গঠন, নতুন সদস্য সংখ্যা বৃদ্ধি, অফিস উদ্বোধন ও ম্যানেজমেন্ট সর্বপরি কমিটির কার্যক্রমকে গতিশীল ও একটি সাংগঠনিক কাঠামোতে রুপ দেয়ার লক্ষ্যে তিন মাসের মেয়াদী ২২ সদস্য নিয়ে একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এসময় সভায় আরো উপস্থিত ছিলেন আলী হোসেন, মৌলানা মামুনুর রশিদ, সামশুল আলম, আবদুর রহিম, সালাউদ্দিন, আবদুল্লাহ আল মাসুদ বাবু, জসিম উদ্দিন, মো: সেলিম উল্লাহ, দিদারুল আলম, আবদুল্লাহ আল মামুন, আবদুল্লাহ আল মামুন সাকিল, নুরুল আবছার, আবদুল আলীম, মামুনুর রশিদ মামুন, রফিকুল ইসলাম রাব্বি, হারুন অর রশিদ, আরিফুল হক সোহাগ, ফারুকুল ইসলাম ফারহান, রফিকুল ইসলাম, মোঃ জাহেদুল ইসলাম, মোজাফ্ফর আহাম্মদ বক্কর , মো: নবী হোসাইন ও মোস্তাক আহম্মদ প্রমুখ । অনলাইনে যুক্ত ছিলেন কমিটির সম্মানিত সদস্য আবদুল মান্নান, নাছির উদ্দিন ও শহিদুল ইসলাম সোহেল।

সারাদেশ-এর আরও খবর