সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপককে শাহজালালে বদলি

  বিশেষ প্রতিনিধি    06-06-2024    51
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপককে শাহজালালে বদলি

নীলফামারীর সৈয়দপুরবিমান বন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষকে বদলি করা হয়েছে।

বুধবার (৫ জুন) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, গত সোমবার বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এক বদলি আদেশের প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, সুপ্লব কুমার ঘোষকে সৈয়দপুর বিমানবন্দরে ব্যবস্থাপক পদ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে। আর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী পরিচালক (এটিএম) এ কে এম বাহাউদ্দিন জাকারিয়াকে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক পদে ন্যস্ত করা হয়েছে।

সুপ্লব কুমার ঘোষ ঢাকা পোস্টকে বলেন, বদলি আদেশ অনুযায়ী নতুন কর্মস্থলে যোগদান করেছি।

সারাদেশ-এর আরও খবর