বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদেরকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব মুহাম্মদ আবু হানিফ ।
এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় দেশের সৎ ও পরীক্ষিত ব্যক্তিবর্গ নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ফ্যাসিস্ট সরকারের পতনে যত নিহত শিক্ষার্থী, সাধারণ মানুষ, সাংবাদিক সহ প্রতিটি হত্যাকাণ্ড এবং গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্র- জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে দুর্বত্তদের দ্বারা রাষ্ট্রীয় স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।
নেতৃদ্বয় বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক সুযোগ তৈরি হয়েছে। কোনো অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এই রক্তস্নাত বিজয় এবং সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে।
তারা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে আরো বলেন, নতুন সরকারের কাছে দাবি থাকবে- সারাদেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যা-নির্যাতন এবং পরাজিত শক্তির প্ররোচনায় রাষ্ট্রীয় স্থাপনায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে। দেশের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে। নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহবান জানাচ্ছি।
অন্তর্বর্তী সরকারকে কল্যাণ পার্টির অভিনন্দন
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদেরকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব মুহাম্মদ আবু হানিফ ।
এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় দেশের সৎ ও পরীক্ষিত ব্যক্তিবর্গ নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ফ্যাসিস্ট সরকারের পতনে যত নিহত শিক্ষার্থী, সাধারণ মানুষ, সাংবাদিক সহ প্রতিটি হত্যাকাণ্ড এবং গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্র- জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে দুর্বত্তদের দ্বারা রাষ্ট্রীয় স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।
নেতৃদ্বয় বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক সুযোগ তৈরি হয়েছে। কোনো অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এই রক্তস্নাত বিজয় এবং সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে।
তারা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে আরো বলেন, নতুন সরকারের কাছে দাবি থাকবে- সারাদেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যা-নির্যাতন এবং পরাজিত শক্তির প্ররোচনায় রাষ্ট্রীয় স্থাপনায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে। দেশের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে। নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহবান জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জি. মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল
০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 8, 2024, 8:39 am