টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১

  বিশেষ প্রতিনিধি    11-07-2023    52
টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১

টেকনাফে এক বসত বাড়িতে অভিযান চালিয়ে ৬হাজার পিস ইয়াবাসহ আবুল কালাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০জুলাই)নভোরে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া নিজ বসত-বাড়ি থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়। আটক ব্যক্তি ওই এলাকার মৃত আব্দুল গনির ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।

তিনি জানান,সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ সাতঘরিয়া পাড়া এলাকায় এক বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।এসময় ৬ হাজার পিস ইয়াবাসহ বাড়ির মালিক আবুল কালামকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, এ ব্যাপারে নিয়মিত মামলা রুজু করে ধৃত আসামিকে কক্সবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Add

সারাদেশ-এর আরও খবর