রাষ্ট্রপতির আগমন ঘিরে সতর্কতা, বিমানবন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন

  বিশেষ প্রতিনিধি    30-07-2023    130
রাষ্ট্রপতির আগমন ঘিরে সতর্কতা, বিমানবন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন

মহামান্য রাষ্ট্রপতির আগমন ঘিরে কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে সতর্কতামূলক অবস্থান নিয়েছে শৃঙ্খলা বাহিনী। বিমানবন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং জানান, কক্সবাজার বিমানবন্দর ভিভিআইপি ডিউটিতে ৭৮ জন সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকে তারা সতর্ক অবস্থান নিয়েছে।

ভিআইপি গেইট, ডিপারচার গেইট, দোতালায় ওঠার গেইট, পুরাতন ঝিনুক মার্কেট প্রবেশদ্বার, হেলিপ্যাড, গেস্ট হাউজ গেইটসহ নির্ধারিত পোস্টে তারা দায়িত্ব পালন করবেন।

প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৩০ জুলাই থেকে ১ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন।

এ বারের সফরে রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা সফর সঙ্গী হিসেবে থাকবেন। এ সময় সাগরতীরের একটি হোটেলে অবস্থান করবেন রাষ্ট্রপতি এবং রামুর বৌদ্ধ বিহার, মেরিন ড্রাইভ, টেকনাফের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

দেশের ২২ তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নিজ জেলা পাবনার পর কক্সবাজার প্রথম কোনো জেলা যেখানে রাত্রিযাপন করবেন।

রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টসহ বিভিন্ন স্থানে সৌন্দর্য বর্ধন করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর