মাদক ও বিচারবহির্ভুত হত্যাকান্ড বন্ধে সর্বোচ্চ আইনের প্রয়োগ করেছি- বিদায়ী জেলা জজ

  বিশেষ প্রতিনিধি    11-08-2023    143
মাদক ও বিচারবহির্ভুত হত্যাকান্ড বন্ধে সর্বোচ্চ আইনের প্রয়োগ করেছি- বিদায়ী জেলা জজ

কক্সবাজার জেলা জজ মোহাম্মদ ইসমাইলকে বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতি ও জেলা বিচার বিভাগ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) জেলা জজের কনফারেন্স হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে সিনিয়র জেলা জজ মোহাম্মদ ইসমাইল বলেন, আমি কক্সবাজারে যোগদানের আগে ইয়াবার রমরমা কারবার ছিল। ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকান্ড ঘটতো প্রতিনিয়ত। মাদক ও বিচারবহির্ভুত হত্যাকান্ড বন্ধে সর্বোচ্চ আইনের প্রয়োগ করেছি। তাতে মানুষ যেমন ন্যায় বিচার পেয়েছে, তেমন কক্সবাজারে একটি সুন্দর আইনের পরিবেশ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে পিপি এডভোকেট ফরিদুল আলম, জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট শাহজালাল চৌধুরী, সাবেক পিপি এডভোকেট নুরুল মোস্তফা মানিক, এডভোকেট মোহাম্মদ জাকারিয়াসহ আইনজীবিবৃন্দ বক্তব্য দেন।

একইদিন রাতে জেলা বিচার বিভাগের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোঃ আবু হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রশাসনিক কর্মকর্তা আব্বাস উদ্দিন, জেলা নাজির বেদারুল আলম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির শাহজাহান নূরী, স্টেনোগ্রাফার বাবুল বড়ুয়া।

উল্লেখ্য, মোহাম্মদ ইসমাইল ২০২০ সালের ২ ফেব্রুয়ারী কক্সবাজার জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন। প্রায় সাড়ে তিন বছর কর্মকালে তিনি কক্সবাজারে ৩০ হাজারের অধিক মামলা নিষ্পত্তি করেন। যেখানে পঞ্চাশের অধিক আলোচিত ও চাঞ্চল্যকর মামলা ছিল। আদালতে দীর্ঘদিনের মামলা জট কমাতে তিনি যুগান্তকারী ভূমিকা রাখেন।

অবসর গ্রহণের সুবিধার্থে গত ৬ আগস্ট মন্ত্রণালয় আবেদন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। আবেদনের প্রেক্ষিতে ১০ আগস্ট তাকে সংযুক্তির বদলির আদেশ দেয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

সারাদেশ-এর আরও খবর