রামুতে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় রামু উপজেলা হল রুমে সিভিএ ওয়ার্কিং গ্রুপের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন এবং বিএনকেএস এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
বিএনকেএস কর্মী রুম্পা খাতুনের সঞ্চালনায় কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভায় বক্তব্য রাখেন রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সুরাইয়া আমিন, ওয়ার্ল্ড ভিশন রামু (এপি) ম্যানেজার প্রণয় এস পালমা, বিএনকেএস প্রোগ্রাম ম্যানেজার শরৎ কুমার চাকমা, রামু এপি স্পন্সরশীপ অফিসার উজ্জ্বল পেট্রিক কোরাইয়া।
সভায় রামু থানার চাইল্ড হেল্প ডেস্ককে আরো শক্তিশালী এবং কার্যকর করার পাশাপাশি শিশু বান্ধব পরিবেশ তৈরি ও অভিযুক্ত শিশুর সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে শিশু, সাধারণ জনগণ, প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় কর্ম পরিকল্পনা তৈরি করা হয়।
এতে মেম্বার জাফর আলম, মো: ইউনুস, রাজনীতিবিদ ইস্কান্দার মির্জা, এমএনই স্পেশালিষ্ট চা গ্যা হ্লা চাক, সিডিও শফিউল আলম, রাগিব রায়হান, লাকিং রাখাইনসহ চার ইউনিয়নের সিভিএ ওয়ার্কিং গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রামুতে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা
রামুতে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় রামু উপজেলা হল রুমে সিভিএ ওয়ার্কিং গ্রুপের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন এবং বিএনকেএস এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
বিএনকেএস কর্মী রুম্পা খাতুনের সঞ্চালনায় কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভায় বক্তব্য রাখেন রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সুরাইয়া আমিন, ওয়ার্ল্ড ভিশন রামু (এপি) ম্যানেজার প্রণয় এস পালমা, বিএনকেএস প্রোগ্রাম ম্যানেজার শরৎ কুমার চাকমা, রামু এপি স্পন্সরশীপ অফিসার উজ্জ্বল পেট্রিক কোরাইয়া।
সভায় রামু থানার চাইল্ড হেল্প ডেস্ককে আরো শক্তিশালী এবং কার্যকর করার পাশাপাশি শিশু বান্ধব পরিবেশ তৈরি ও অভিযুক্ত শিশুর সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে শিশু, সাধারণ জনগণ, প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় কর্ম পরিকল্পনা তৈরি করা হয়।
এতে মেম্বার জাফর আলম, মো: ইউনুস, রাজনীতিবিদ ইস্কান্দার মির্জা, এমএনই স্পেশালিষ্ট চা গ্যা হ্লা চাক, সিডিও শফিউল আলম, রাগিব রায়হান, লাকিং রাখাইনসহ চার ইউনিয়নের সিভিএ ওয়ার্কিং গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জি. মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল
০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 8, 2024, 8:48 am