ঝড় থামিয়ে লোকালয়ে নেমে এলো এক শ্বেতশুভ্র পরী!

  বিশেষ প্রতিনিধি    25-10-2022    184
ঝড় থামিয়ে লোকালয়ে নেমে এলো এক শ্বেতশুভ্র পরী!

উপকূলে দেওয়া হয়েছে ৭ নম্বর বিপদ সংকেত। বঙ্গোপসাগর টালমাটাল করে ঘূর্ণিঝড় সিত্রাং এগোচ্ছে বাংলাদেশের দিকে। সেই প্রভাবে রাজধানীসহ পুরো বাংলাদেশে টানা বৃষ্টি ও ঝড়ো বাতাস বইছিল সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে। রাতের ঢাকায় গলিপথ ছাড়িয়ে মূল সড়কেও জমেছে পানি, পড়েছে গাছ, লেগেছে যানজট।

সোমবার (২৪ অক্টোবর) রাতে এই যখন পরিস্থিতি, তখন রাজধানীর একটি কনভেনশন হলের ভেতরে জমজমাট আয়োজন। সাদা আর জলরঙের বাহারি সাজসজ্জা। পায়রার পালকের আদলে সাজানো মঞ্চ। রাত সাড়ে ১১টার দিকে সেই মঞ্চে নেমে এলো শ্বেতশুভ্র এক পরী! কাকতাল হলেও একই সময়ে থেমেছে ঝড়ের গতি, শহরে নেমেছে স্থিরতা। যেন পরীর আগমনের অপেক্ষাতেই অস্থির ছিল সিত্রাং!

প্রতি বছরই নিজের জন্মদিনে বিশেষ আয়োজন রাখেন পরীমণি। গেলো বছর বিমানের ককপিটের আদলে সাজিয়েছিলেন বার্থডে পার্টির মঞ্চ। এবার সেটা সাজলো সাদা কবুতরের পালকে। রাত ৮টা থেকে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ১১টার দিকে অনুষ্ঠানস্থলে হাজির হন নায়িকা; সঙ্গে ছিলেন তার স্বামী-অভিনেতা শরিফুল রাজ, একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য ও পরীর নানা শামসুল হক। ততক্ষণে ঝড় প্রায় থেমে গেছে। পরীর আগমনেই থামলো সিত্রাং- এমনটাও ভাবলো কেউ!

তিন আপনজনকে নিয়ে এবারের জন্মদিনের কেক কেটেছেন পরীমণি। চলতি বছরের আগস্টে তিনি মা হয়েছেন। ফলে এটিই মা পরীর প্রথম জন্মদিন। আবার শেষ জন্মদিন উদযাপনও বটে! কেননা, পরী জানিয়েছেন আগামী বছর থেকে ছেলের জন্মদিনেই ধুমধাম করবেন, নিজেরটা থাকবে সাধারণ।

নজরকাড়া অনুষ্ঠানস্থলে পরী ও রাজ গানের তালে নেচেছেন, উপস্থিত সবাইকে নিয়ে হাসি-উল্লাসে মেতেছেন। কেক কাটার ফাঁকে অনুভূতি প্রকাশ করে নায়িকা বলেছেন, ‘মা পরীর প্রথম জন্মদিন, পরিপূর্ণ জন্মদিন।’

এর আগে পরীকে ভালোবাসাময় শুভেচ্ছায় ভাসিয়েছেন স্বামী শরিফুল রাজ। সোশাল মিডিয়ায় স্ত্রীর মুখছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার জীবনে যে আলো নিয়ে এসেছে, সেই নারীকে জন্মদিনের শুভেচ্ছা। আমার প্রিয় যত্নবান ও প্রেমময় বউ, তুমি সেই মানুষ যাকে আমি বিশ্বাস করতে পারি; এবং আমি খুবই ভাগ্যবান যে তোমাকে আমার পাশে পেয়েছি। উপভোগ করো বিশেষ দিন, যা তুমি প্রাপ্য।’

রাজের সেই পোস্টে সাড়া দিয়েছেন পরীও। মন্তব্যের ঘরে একবাক্যে প্রকাশ করেছেন অনুভূতি, ‘আমার ঝড় বৃষ্টির সাথী, আমি তোমাকে অনেক ভালোবাসি।’

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে পরীমণি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এখনও ট্রমাটাইজ হয়ে আছি। কাল রাতে রাস্তায় যে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছি, সেটা বলে বুঝাতে পারবো না। সঙ্গে নানুভাই ছিল, রাজ্য ছিল- ভয়ে আমরা স্তব্ধ হয়ে ছিলাম। এরপরেও যে অনুষ্ঠানে যেতে পেরেছি। সবকিছু সুন্দরভাবে শেষ করতে পেরেছি এটাই শুকরিয়া। তবে গতরাতের কথা ভাবলে এখনও ট্রমাটাইজ হয়ে যাই। জীবনে এমন ভয়ংকর অভিজ্ঞতা আর হয়নি।’

উল্লেখ্য, পরীমণির আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে তিনি ঢালিউডে আত্মপ্রকাশ করেন। এরপর থেকে তাকে দুই ডজনের বেশি সিনেমায় দেখা গেছে। সর্বশেষ তাকে দেখা গেছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমায়। এটি গেলো ১১ মার্চ মুক্তি পেয়েছিল।

বিনোদন-এর আরও খবর