করোনায় চীনে ১০ হাজার আক্রান্ত, বেইজিংয়ে পার্ক বন্ধ

  বিশেষ প্রতিনিধি    12-11-2022    179
করোনায় চীনে ১০ হাজার আক্রান্ত, বেইজিংয়ে পার্ক বন্ধ

নতুন করে কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ায় চীনের বেইজিংয়ে পার্কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া কড়াকড়ি আরোপ করা হয়েছে। এমনকি শুক্রবার (১১ নভেম্বর) চীনের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে লাখ লাখ মানুষ এখন লকডাউনের আওতায় রয়েছেন।

দেশটিতে শুক্রবার ১০ হাজার ৭২৯ জন নতুন করে কোভিড-১৯ সংক্রমিত হয়েছে বলে জানা গেছে। এরা সবাই কোভিড পজিটিভ শনাক্ত হয়েছে। কিন্তু সংক্রমণের কোনো লক্ষণ ছিল না তাদের মধ্যে।

শুক্রবার চীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বাইরে থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজনীয় সময় কমানোর উদ্যোগ নিচ্ছিল।

‘জিরো কোভিড’ নীতির কারণে চীনে সংক্রমণের হার তুলনামূলকভাবে কম রয়েছে। কিন্তু এটি দেশটির অর্থনীতির ওপর এর বিরূপ প্রভাব ফেলেছে। আর, কোনো পূর্ব সতর্কতার ঘোষণা ছাড়াই স্কুল, কারখানা এবং দোকানপাট বন্ধ করে দেওয়ার কারণে আশপাশের এলাকাগুলোর জীবনযাত্রাকে ব্যাহত করেছে। সূত্র: ভয়েস অফ আমেরিকা

আন্তর্জাতিক-এর আরও খবর