বড়দিনে নিরাপত্তা হুমকি নেই: আইজিপি

  বিশেষ প্রতিনিধি    24-12-2022    169
বড়দিনে নিরাপত্তা হুমকি নেই: আইজিপি

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (ফাইল ফটো)

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘বড়দিনে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই। তবে, অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।’

শনিবার (২৪ ডিসেম্বর) রাতে রাজধানীর কাকরাইল চার্চে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পুলিশপ্রধান বলেন, ‘বড়দিনের উৎসব শুরু হয়েছে শনিবার থেকেই। সারা দেশে নিরাপত্তা দিচ্ছে পুলিশ। এই দিনে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। হলি আর্টিজানের ঘটনার পর দেশে উল্লেখযোগ্য তেমন কোনো হামলার ঘটনা ঘটেনি। উগ্র গোষ্ঠী বা তৃতীয় কোনো পক্ষ যেন সুযোগ না দিতে পারে, সেজন্যই আমরা নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছি।’

তিনি আরও বলেন, ‘খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব শুরু হয়েছে। এই উৎসবে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন। আয়োজকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রতিটি ভেন্যু ও এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে যেন দিনটি পালিত হয়, আমাদের সব প্রচেষ্টা সেটাকে ঘিরেই। কেননা, প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে একসঙ্গে বসবাস করি।’

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মুসলমান ও হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান যেভাবে উৎসবমুখর পরিবেশে হয়ে থাকে, তেমনভাবে খ্রিষ্টান ধর্মাবলম্বী ভাইবোনদের অনুষ্ঠান পালন হয়ে থাকে। তাদের উৎসবেও যেকোনো সহযোগিতা নিয়ে আমরা পাশে দাঁড়াবো। উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে যেন সম্পন্ন হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্যকে নির্দেশনা দেওয়া আছে।’

জাতীয়-এর আরও খবর