বিএনপির গণমিছিল শুরু

  বিশেষ প্রতিনিধি    30-12-2022    150
বিএনপির গণমিছিল শুরু

পূর্ব-ঘোষিত সরকা‌রের পদত্যাগসহ ১০ দফা দা‌বি‌তে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সরকারবিরোধী সমমনা দলগুলোর প্রথম যুগপৎ আন্দোলন কর্মসূচি ‘গণমিছিল’।

শুক্রবার (৩০ ডি‌সেম্বর) বেলা পৌনে ৩টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে গণমিছিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের নেতা মাওলানা আলমগীর হোসেন।

বিএন‌পির গণমিছিলকে কেন্দ্র ক‌রে নয়াপল্টন, কাকরাই‌লের নাইটিঙ্গেল মোড়, দৈনিক বাংলা মোড়, বাংলা‌দেশ ব্যাংক পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন বিএনপির হাজারও নেতাকর্মী। তাদের অবস্থানের কারণে উ‌ল্লে‌খিত সব সড়‌কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

গণমিছিল উপল‌ক্ষে বিএন‌পি কার্যাল‌য়ের সাম‌নে ট্রা‌কের ওপ‌র তৈরি অস্থায়ী মঞ্চে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, আমান উল্লাহ আমান, এমরান সা‌লেহ প্রিন্সসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীর প্রতি‌টি মো‌ড়েই সতর্ক অবস্থা‌নে র‌য়ে‌ছে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর বিপুল সংখ্যক সদস্য। এ সময় কাকরাইল এলাকায় পুলিশের জলকামানের গাড়ি টহল দিয়েছে।

গণমিছিল নয়াপল্টন থে‌কে শুরু ক‌রে নাই‌টে‌ঙ্গেল মোড়, কাকরাইল, মা‌লিবাগ, মৌচাক হ‌য়ে মগবাজার মো‌ড়ে গি‌য়ে শেষ হওয়ার ঘোষণা দি‌য়েছেন বিএন‌পি নেতৃবৃন্দ।

গণ‌মি‌ছিল‌কে কেন্দ্র ক‌রে সা‌র্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ‌বিষ‌য়ে কথা বলতে গিয়ে দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেছেন, বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে আমরা নিরাপত্তা বলয় রেখেছি। গণ‌মি‌ছি‌লের কার‌ণে যেন জনগণের ভোগান্তি না হয় বা কো‌নো অনাকা‌ঙ্খিত ঘটনা না ঘ‌টে সেদিকে নজর রেখেছি।

আজ‌কের গণ‌মি‌ছি‌লে অংশ নি‌য়ে‌ছেন বিএন‌পি মহানগর উত্তর ও দ‌ক্ষিণ, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, কৃষকদল, ম‌হিলাদল, জাসাস, স্বেচ্ছা‌সেবক দলের নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন হা‌তে নেতাকর্মীরা বি‌ভিন্ন স্লোগান দি‌য়ে গণ‌মি‌ছি‌লে অংশ নেয়।

জাতীয়-এর আরও খবর