২৮৮ ঘণ্টা পর তুরস্কে আরও একজনকে জীবিত উদ্ধার

  বিশেষ প্রতিনিধি    18-02-2023    207
২৮৮ ঘণ্টা পর তুরস্কে আরও একজনকে জীবিত উদ্ধার

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচ থেকে ২৮৮ ঘণ্টা পর জীবিত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম হাকান ইয়াসিনোগ্লু। গতকাল শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশ থেকে ১২ দিন (২৮৮ ঘণ্টা) পর ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

এর আগে, ভূমিকম্প আঘাত হানার ১০ দিন পর মেহমত আলী সাকিরোগলু এবং মুস্তফা আভচি নামের দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। এছাড়া ভূমিকম্পের ১০ দিনপর ধসে পড়া ভবন থেকে জীবিত অবস্থায় আলেয়েনা ওলমেজ নামের ১৭ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি ভোরে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প। ভয়াবহ এ ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৪৪ হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে কেবল তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৩৮ হাজারেরও বেশি মানুষ। আহত হয়েছেন আরও লাখ লাখ মানুষ।

১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল। সূত্র: আনাদোলু এজেন্সি

আন্তর্জাতিক-এর আরও খবর