তালেবানদের সঙ্গে পাকিস্তানি সেনাদের গুলি বিনিময়

  বিশেষ প্রতিনিধি    21-02-2023    183
তালেবানদের সঙ্গে পাকিস্তানি সেনাদের গুলি বিনিময়

তোরখাম সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে সোমবার গুলি বিনিময় হয়েছে। এতে একজন সীমান্তরক্ষী আহত হয়েছে। মঙ্গলবার ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।

এর আগে রোববার আফগান তালেবানরা পাকিস্তানকে তার প্রতিশ্রুতি থেকে সরে আসার অভিযোগ এনে সীমান্ত বন্ধ করে দেয়।

লান্ডি কোটালের জেলা প্রশাসনের কর্মকর্তা ইরশাদ মোমান্দ দাবি করেছেন, আফগানদের কাছ থেকে আসা ‘বিনা উস্কানির’ গুলির জবাব দিয়েছে পাকিস্তান। এক পাকিস্তানি সেনা আহত হয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

খাইবার পাখতুনখোয়া সীমান্তের কাছাকাছি বসবাসকারীরা জানিয়েছেন, উভয় পক্ষে এক ঘন্টারও বেশি সময় ধরে ব্যাপক গুলি বিনিময় চলে।

তোরখামের আফগান তালেবান কমিশনার মৌলভি মোহাম্মদ সিদ্দিক এক টুইটে জানিয়েছেন, যাতায়াত ও ট্রানজিট বাণিজ্যের জন্য সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ‘পাকিস্তান তার প্রতিশ্রুতি পালন করেনি এবং তাই (আমাদের) নেতৃত্বের নির্দেশে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে’ বলেছেন তিনি।

অসমর্থিত সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী আফগান সরকার পাকিস্তানে চিকিৎসার জন্য আফগান রোগীদের ভ্রমণের উপর অঘোষিত নিষেধাজ্ঞার কারণে বিরক্ত হয়েছিল।

আন্তর্জাতিক-এর আরও খবর