খালেদা জিয়া হাসপাতালে যাবেন আজ

  বিশেষ প্রতিনিধি    27-02-2023    186
খালেদা জিয়া হাসপাতালে যাবেন আজ

স্বাস্থ্য পরীক্ষা করাতে আজ সোমবার হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বিকালের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি।

গতকাল রবিবার রাতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম আমাদের সময়কে বলেন, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ম্যাডাম (খালেদা জিয়া) হাসপাতালে যাবেন। সম্ভবত সোমবার (আজ) বিকালের দিকে যাবেন।’

হাইপারটেনশনসহ আরও কিছু সমস্যা রয়েছে। বিশেষ করে ২০২১ সালের এপ্রিলে খালেদা জিয়া করোনায় আক্রান্ত হলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। কয়েক দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয় তাকে। কিন্তু কিছু দিন হলো খালেদা জিয়ার পায়ে পানি জমাসহ শারীরিক কিছু সমস্যা দেখা দিয়েছে। এ কারণে বাড়তি সতর্কতা হিসেবে গত শনিবার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত নেন।

খালেদা জিয়া দুর্নীতির মামলায় দ-িত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারী শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর ছয় মাস করে সরকার কয়েক দফা মেয়াদ বাড়িয়েছে।

জাতীয়-এর আরও খবর