প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা বাইডেনের

  বিশেষ প্রতিনিধি    25-04-2023    113
প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা বাইডেনের

২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ মঙ্গলবার তিনি এ ঘোষণা দেন। এবারও তার রানিংমেট হিসেবে ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস থাকছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন বাইডেন। সেখানে তিনি পরবর্তী নির্বাচনকে গণতন্ত্র ও ব্যক্তিগত স্বাধীনতার লড়াই হিসেবে উল্লেখ করেছেন। বাইডেন বলেছেন, চলুন এই কাজটি সম্পন্ন করি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বাইডেনই এখন সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। এতোদিন ধরে ৮০ বছর বয়সী বাইডেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কি না তা নিয়ে সংশয় ছিল। তবে সকল শঙ্কা উড়িয়ে ফের হোয়াইট হাউস দখলে রাখার প্রতিযোগিতায় থাকার ঘোষণা দিলেন এ ডেমোক্র্যাট।

এ ছাড়া সাম্প্রতিক জনমত জরিপগুলির ফলাফলে জানা গেছে, বেশিরভাগ ডেমোক্র্যাট চায় প্রার্থী হিসেবে অন্য কাউকে মনোনীত করা হোক। কিন্তু সম্ভাব্য প্রার্থীরা নিজেরাই বলেনবাইডেন যদি শেষ পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেন- তাহলে তারা তাকে চ্যালেঞ্জ করবেন না।

আন্তর্জাতিক-এর আরও খবর