সমর্থকদের ব্যালট বাক্স পাহারার আহ্বান এরদোয়ানের

  বিশেষ প্রতিনিধি    14-05-2023    95
সমর্থকদের ব্যালট বাক্স পাহারার আহ্বান এরদোয়ানের

তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরই রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সমর্থকদের ব্যালট বাক্স পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (১৪ মে) স্থানীয় সময় সকাল ৮টার দিকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। যা শেষ হয় বিকেল ৫টার দিকে।

তিনি বলেন, গণতন্ত্রকে সমুন্নত রেখেই সারা দেশে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এরদোয়ান আরও বলেন, এখন হচ্ছে ব্যালট বাক্স পাহারা দেওয়ার সময়। ফলাফল চূড়ান্ত না হওয়ার পর্যন্ত আমরা আমাদের নাগরিকদের ইচ্ছা রক্ষা করে যাবো।

এর আগে নিজের ভোট দেওয়ার পর এরদোয়ান বলেন, কোনো সমস্যা ছাড়াই দেশজুড়ে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। অত্যন্ত আগ্রহ নিয়ে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকার মানুষও ভোট দিচ্ছে। সেখানেও কোনো সমস্যা নেই।

এ সময় তিনি সব নাগরিকদের কোনো ধরনের উদ্বেগ ছাড়াই ভোট দেওয়ার আহ্বান জানান। তুরস্কের শক্তিশালী গণতন্ত্রের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ।

এই নির্বাচনে, ছয় কোটি ৪০ লাখের বেশি মানুষ দেশ-বিদেশ থেকে ভোট দেবেন বলে জানা গেছে। তাদের মধ্যে প্রায় ৫০ লাখ প্রথমবারের মতো ভোট দেবেন।

আন্তর্জাতিক-এর আরও খবর