মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ২০ সেনা নিহত

  বিশেষ প্রতিনিধি    11-09-2022    188
মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ২০ সেনা নিহত

মিয়ানমারের শান রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ২০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে একটি সশস্ত্র গোষ্ঠী। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে জানায়, রাজ্যটিতে জান্তা বাহিনী অভিযান শুরু করলে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। তবে সেনা হতাহতের বিষয়ে এখনও কিছু জানায়নি জান্তা সরকার। সংবাদমাধ্যমের খবরে জানা যায়, শুক্রবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে মিয়ানমারের শান রাজ্যের মোবাই শহরের কাছাকাছি জান্তা বাহিনী অভিযান শুরু করে। এ সময় বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস–পিডিএফ, কারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্সেস–কেএনডিএফ ও কারেনি আর্মি–কেএ তাদের প্রতিরোধ করলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। টানা নয় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে জান্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেন পিডিএফের মুখপাত্র। এ সময় সেনাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র, মেশিনগান ও গোলাবারুদ কেড়ে নেয় তারা। দুই পক্ষের গোলাগুলিতে আটকা পড়েন স্থানীয় বাসিন্দারা। ! এদিকে, সংঘর্ষে বিদ্রোহী গোষ্ঠীর কয়েকজন সদস্য আহতের পাশাপাশি জান্তা বাহিনীর অগ্নিসংযোগে ১০ বছরের এক শিশু নিহত হয়েছে বলে দাবি করেন ওই মুখপাত্র। চলতি মাসের শুরুতে মিয়ানমারের কায়াহ ও শান রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে আরও অন্তত ২০ জান্তা সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে কেএনডিএফ। এর আগে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজ্যটিতে অভিযান চালায় জান্তা সমর্থিত বাহিনী। তবে সেনা হতাহতের বিষয়ে এখনও কিছু জানায়নি জান্তা সরকার। ! এ ছাড়া মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতীর আরেক প্রতিবেদনে উঠে আসে, মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যে ২০২১ সালের মে থেকে এ পর্যন্ত গেল ১৫ মাসে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তুমুল সংঘর্ষে দেশটির ১ হাজার ৫০০ সেনা নিহত হয়েছে। একই সময়ে জান্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন দেড় শতাধিক সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা।

আন্তর্জাতিক-এর আরও খবর