জেলা পরিষদে দক্ষ-পরীক্ষিতদের মনোনয়ন দেওয়া হয়েছে: আমু

  বিশেষ প্রতিনিধি    12-09-2022    165
জেলা পরিষদে দক্ষ-পরীক্ষিতদের মনোনয়ন দেওয়া হয়েছে: আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য, দক্ষ ও পরীক্ষিত প্রার্থীদেরই মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। অদক্ষদের দায়িত্ব দিলে বিতর্ক সৃষ্টি হয়। এ কারণে দলের জন্য ত্যাগী ও বিচক্ষণ ব্যক্তিদেরই মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার সকালে ঝালকাঠি শহরের টাউন হলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। আমির হোসেন আমু বলেন, বয়সের পরিপক্বতার একটা ব্যাপার থাকে। বয়সের ভার না এলে দায়িত্ব পালনে গুরুত্ব আসে না। এ কারণে ছাত্রলীগ, যুবলীগ বা কম বয়সী কোনো নেতাকে মনোনয়ন দেওয়া হয়নি। দলের জন্য পরিক্ষিত, দক্ষ, বিচক্ষণতার বিবেচনায় প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। যেন তারা দাফতরিক কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করতে পারে। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সালাহ উদ্দিন আহমেদ সালেক, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয়-এর আরও খবর