কারবালার বীর শহিদদের স্মরণ ও চেতনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে

  বিশেষ প্রতিনিধি    11-07-2023    103
কারবালার বীর শহিদদের স্মরণ ও চেতনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে

আওলাদ-এ-রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহ্জাদা-এ-গাউসুল আযম, শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী বলেছেন, “৬১ হিজরীতে কারবালা প্রান্তরে ইমাম হোসাইন (রাঃ) ও তার পরিবারবর্গ সত্য ও ন্যায়ের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। ইচ্ছা করলে তারা মিথ্যা, অন্যায়ের সাথে আপস করে আরাম আয়েশ, বিলাসী জীবনযাপন করতে পারতেন। কিন্তু যাদের দেহে প্রিয় নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রক্ত মুবারক প্রবাহিত তারা কখনো অন্যায়, অবিচার, জুলুমের সাথে আপস করতে পারে না।

তারা সত্যের মাপকাঠি, ধারক ও বাহক। ইমাম হোসাইন (রাঃ) এর মহৎ আত্মগোপন কেয়ামত পর্যন্ত সত্য পথের পথিকদের জন্য পরম অনুপ্রেরণা। এ পৃথিবীর নানা প্রান্তে আজ অন্যায়, অত্যাচার, শোষণ, জুলুম চলছে। নিপীড়িত মানুষের আর্তনাদ আকাশ-বাতাস কম্পিত করছে।

অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে ইমাম হোসাইন (রাঃ) এর আপসহীন সংগ্রাম আমাদেরকে উজ্জীবিত করে। আমরা যদি নাগরিকদেরকে সৎ, দেশপ্রেমিক, ন্যায়পরায়ণ হিসেবে গড়ে তুলতে চাই, তবে কারবালার বীর শহিদদের স্মরণকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি কারবালার ইতিহাস আমাদেরকে সত্য ও মিথ্যার স্বরূপ বুঝিয়ে দিয়েছে। তাই ইমান-আক্বিদার বিশুদ্ধতা নিশ্চিতেও আমাদেরকে শোহাদা-এ-কারবালা মাহ্ফিল বেশি বেশি আয়োজন করতে হবে।”

৯ জুলাই, ২০২৩ ব্রাহ্মণবাড়িয়া সদরের সুহাতা স্কুল মাঠে পবিত্র শোহাদা-এ-কারবালা ও আহলে বাইত স্মরণে আয়োজিত সুফি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় বিশিষ্ট ওলামায়ে কেরাম, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দো-জাহানের বাদশাহ্, রহমতুল্লিল আলামীন, হযরত আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং তার পবিত্র আহলে বাইতগণের প্রতি সশ্রদ্ধ সালাম পেশ শেষে দেশ ও মানবতার কল্যাণ কামনায় মুনাজাত করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।

ধর্ম ও জীবন-এর আরও খবর