মিয়ানমারে জান্তা সেনাদের অভিযানে নিহত ১৪

  বিশেষ প্রতিনিধি    24-07-2023    100
মিয়ানমারে জান্তা সেনাদের অভিযানে নিহত ১৪

মিয়ানমারে সাগাইং অঞ্চলে ইয়ানমাবিন শহরে শুক্রবার (২১ জুলাই) সেনাবাহিনীর অভিযানে ১৪ জন নিহত হয়েছেন। অঞ্চলটির স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও ৩ জন জান্তা প্রতিরোধী যোদ্ধা।

ইয়ানমাবিন শহরের সনে চৌং গ্রামে ভোরের দিকে প্রবেশ করে সেনারা। সে সময় গ্রামে পাহাড়া দেওয়া বো তুন তাউক পিপলস ডিফেন্স ফোর্সের (জান্তা প্রতিরোধী যোদ্ধা) ৩ সদস্যকে শিরচ্ছেদ করে। এরপরে ১১ জন গ্রামবাসীকেও হত্যা করে। যাদেরকে সেনারা হত্যা করেছে, তারা সবাই পুরুষ।

এ ছাড়া জান্তা সেনারা আরও কিছু গ্রামবাসীকে ধরে নিয়ে যায়। তাদের অবস্থান এখনও জানা যায়নি। এক গ্রামবাসী জানিয়েছেন, প্রথমে তারা গ্রামের কেন্দ্রে ৩ জন যোদ্ধার মরদেহ দেখতে পারে। এরপর বাকি মরদেহগুলোও তারা খুঁজে বের করে। এর মধ্যে কয়েকজনকে হত্যা করার আগে নির্যাতন করা হয়েছিল বলেও জানায় সেই গ্রামবাসী।

শনিবার মৃতদের একসঙ্গে দাহ করে শেষকৃত্য সম্পন্ন করা হয়।

নিহত তিন প্রতিরোধকারী যোদ্ধার নাম কো পায়ে ফিও তুন, কো সাই থু সান এবং কো নে মিন তুন। নিহত বেসামরিক নাগরিকরা হলেন উ মিও মিন্ট ওও, ইউ কিয়াও ওও, উ ইয়ান নাইন সো, ইউ সোয়ে গি, উ অং উইন সোয়ে, উ নায়িং মিন, ইউ তোতে কি, ইউ লুইন মো তুন, উ হতে জাও, উ ফো অং এবং উ অং জাও উইন।

মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের (জান্তা বিরোধী) আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী ডক্টর সাসা একটি ফেসবুক পোস্টে বলেন, ‘ইয়ানমাবিনের নৃশংসতা ২০২১ সালের অভ্যুত্থানের পর জান্তা দ্বারা সংঘটিত প্রায় ৮০টি গণহত্যার মধ্যে একটি।’

জান্তার এই গণহত্যা ইচ্ছাকৃত বলে দাবি করেন ডক্টর সাসা। জান্তার কাছে অর্থ ও অস্ত্রের প্রবাহ বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

সূত্র: দ্য ইরাবতী

আন্তর্জাতিক-এর আরও খবর