শাকিবের ‘প্রিয়তমা’ কয়েকবার দেখেছি: অপু

  বিশেষ প্রতিনিধি    11-08-2023    251
শাকিবের ‘প্রিয়তমা’ কয়েকবার দেখেছি: অপু

ঢালিউড কিং শাকিব খান। ঈদুল আজহায় দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত নতুন সিনেমা ‘প্রিয়তমা’। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছে তার।

সিনেমাটি মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন শাকিব-ইধিকা। শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস কয়েকবার দেখেছেন সিনেমাটি। শুক্রবার (১১ আগস্ট) বিকালে টাঙ্গাইলের পলাশতলি এলাকায় ব্লুমিং বিউটি বাই মুনের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন অপু।

‘প্রিয়তমা’ সিনেমার প্রশংসা করে অপু বিশ্বাস বলেন, ‘‘সিনেমাটি কয়েকবার দেখেছি। অসাধারণ একটি সিনেমা। এ ধরনের সিনেমা খুব কম হয়। তবে আমার নতুন সিনেমা ‘লাল শাড়ি’ ব্যাপক সাড়া ফেলেছে।’’

শাকিব খানের সঙ্গে আপনার সম্পর্ক কেমন যাচ্ছে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাব না দিয়ে তা এড়িয়ে যান অপু বিশ্বাস। এ সময় অপু বিশ্বাসের সঙ্গে ছিলেন কোরিওগ্রাফার গৌতম সাহা, নৃত্যশিল্প ও উপস্থাপিকা বারিশ হক, ব্লুমিং বিউটি বাই মুনের কর্ণধার মুনমুন।

বিনোদন-এর আরও খবর