নৈশভোজে শেখ হাসিনা শেখ রেহানা বাইডেন মোদির কুশল বিনিময়

  বিশেষ প্রতিনিধি    10-09-2023    159
নৈশভোজে শেখ হাসিনা শেখ রেহানা বাইডেন মোদির কুশল বিনিময়

ভারতের নয়াদিল্লিতে জি ২০ সম্মেলনে যোগ দেওয়া বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সম্মানে নৈশভোজে একসঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা গেছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

শনিবার রাতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশভোজে তাঁরা যোগ দেন। অনুষ্ঠানে একে-অপরের কুশল বিনিময় করেন। দিল্লির প্রগতি ময়দানে ভারত মন্ডপমের মাল্টি-ফাংশন হলে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।

এর আগে শনিবার দুপুরে জি২০ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদের সঙ্গে সেলফি তোলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আন্তর্জাতিক-এর আরও খবর