এবার আফগানিস্তানে আধা ঘণ্টায় দুইবার ভূমিকম্প

  বিশেষ প্রতিনিধি    04-01-2024    31
এবার আফগানিস্তানে আধা ঘণ্টায় দুইবার ভূমিকম্প

জাপানের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠলো এশিয়ার আরেক দেশ আফগানিস্তান। স্থানীয় সময় মঙ্গলবার (২ জানুয়ারি) দিবাগত রাতে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে পরপর দুইবার কেঁপে ওঠে দক্ষিণ এশিয়ার দেশটি। খবর ইন্ডিয়া টুডে

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, প্রথম কম্পনের উৎস ছিল আফগানিস্তানের ফয়জাবাদ এলাকা থেকে ১২৬ কিলোমিটার পূর্বে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ৪। রাত ১২টা ২৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

এর আধা ঘণ্টা যেতে না যেতেই দ্বিতীয়বার কেঁপে ওঠে আফগানিস্তানের মাটি। রাত ১২টা ৫৫ মিনিটে দ্বিতীয় কম্পন অনুভূত হয়। এটির মাত্রা ছিল ৪ দশমিক ৮। ফয়জাবাদ থেকে ১০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে ছিল দ্বিতীয় কম্পনের উৎসস্থল।

এদিন আফগানিস্তান পরপর দুইবার ভূমিকম্পে কাঁপলেও এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে প্রাণ হারান দুই হাজারের বেশি মানুষ।

আন্তর্জাতিক-এর আরও খবর