তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

  বিশেষ প্রতিনিধি    05-01-2024    49
তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নতুন বছরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ফলে ভোটকে সামনে রেখে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি প্রাইভেট চাকরিজীবী ও পেশাজীবীরা ছুটছেন গ্রামের দিকে। ইতিমধ্যে পর্যায়ক্রমে শহর ছাড়ার হিড়িক পড়েছে।

শুক্র ও শনিবার (৬ জানুয়ারি) সাপ্তাহিক ছুটি, আর ৭ জানুয়ারি সাধারণ ছুটি হওয়ায় নির্বাচনের আগে আজ শেষ কর্মদিবস। ফলে লোকজন ঢাকা ছাড়তে শুরু করেছেন। ঢাকার সড়কগুলোতে এর প্রভাব পড়ায় কোথাও কোথাও দীর্ঘ যানজট দেখা যায়।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল থেকে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে। কর্মকর্তা-কর্মচারীরাও নির্ধারিত সময়েই উপস্থিত হয়েছেন।

জানা গেছে, তিন দিন ছুটির কারণে অনেকেই ঢাকা ছাড়বেন। সন্ধ‌্যার দিকে বাস স্টেশন, রেল স্টেশন ও লঞ্চঘাটে যাত্রীর চাপ বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিবহন মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, স্টেশনগুলোতে যাত্রীর চাপ বাড়ছে। সন্ধ্যায় ভিড় আরও বাড়তে পারে।

জাতীয়-এর আরও খবর