কক্সবাজার সিটি কলেজে থিয়েটার স্টাডিজ বিষয়ে ভর্তি চলছে

  বিশেষ প্রতিনিধি    25-09-2022    183
কক্সবাজার সিটি কলেজে থিয়েটার স্টাডিজ বিষয়ে ভর্তি চলছে

কক্সবাজার জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নাট্যকলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশে সর্বপ্রথম থিয়েটার স্টাডিজ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পর্যায়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা চালু হয়েছিল এই অঞ্চলের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সিটি কলেজে। দৃষ্টিনন্দন কলেজ ক্যাম্পাসে ১ বছর মেয়াদী পোষ্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন থিয়েটার ষ্টাডিজ একটি সময়োপযোগী সংযোজন। নাট্যকলায় তত্ত্ব ও প্রায়োগিক বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর তত্ত্বাবধানে এই কোর্সটি পরিচালিত হচ্ছে। কক্সবাজারে শিক্ষা – শিল্পসংস্কৃতি চর্চার বিকাশে কলেজ অধ্যক্ষ ক্য থিং অং এর সুদূরপ্রসারী পরিকল্পনার ফসল ‘থিয়েটার স্টাডিজ। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের আনুষ্টানিক কার্যক্রমের ধারাবাহিক প্রক্রিয়ায় বর্তমানে চতুর্থ ব্যাচে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী ২৭ সেপ্টেম্বর , ২০২২ পর্যন্ত এ কোর্সে ভর্তি কার্যক্রম চলবে। নূন্যতম ৩ বছর মেয়াদী স্নাতক (পাস)/ স্নাতক (সম্মান) অথবা ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মঞ্চ, সিনেমা, টেলিভিশন, ওটিটি, বেতার এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় পাঠ গ্রহণ ও বিশেষ প্রশিক্ষণের সুযোগ রয়েছে। একদিকে থিয়েটার চর্চার মধ্য দিয়ে একজন শিক্ষার্থীর মানবিক মূল্যবোধ, বিবেককে জাগ্রত করতে পারে এবং হতাশাকে দূরীভূত করতে পারে, পাশাপাশি কর্মক্ষত্রের চ্যালেঞ্জটাও তারা যেন আত্মবিশ্বাসের সাথে মোকাবেলা করতে পারে, সেই বিষয়টি বিবেচনায় রেখে এখানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শিক্ষা ও স্বাস্থ্য-এর আরও খবর