বাংলাদেশ সীমান্তে পাটের মতো শস্য না ফলাতে কৃষকদের অনুরোধ বিএসএফের

  বিশেষ প্রতিনিধি    01-02-2025    37
বাংলাদেশ সীমান্তে পাটের মতো শস্য না ফলাতে কৃষকদের অনুরোধ বিএসএফের

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ইস্টার্ন কমান্ড দেশটির কৃষকদের বাংলাদেশ-ভারত সীমান্তে পাটের মতো উঁচু শস্য না ফলাতে অনুরোধ জানিয়েছে। এ ব্যাপারে সীমান্তবর্তী এলাকার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের চিঠি দিয়েছে বিএসএফ।

বাহিনীটির দাবি, এসব উঁচু শস্যের ভেতর দিয়ে লুকিয়ে লুকিয়ে বাংলাদেশিরা ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ও বিভিন্ন জিনিস পাচার করে।

সংবাদমাধ্যম নিউজ-১৮ শুক্রবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, গত তিনমাস আগে ম্যাজিস্ট্রেটদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠায় বিএসএফ।

বিএসএফের এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, “অনুপ্রবেশকারী ও পাচারকারীদের জন্য এটি একটি সুযোগ। এ কারণে বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের কাছে চিঠি দেওয়া হয়েছে, তারা যেন কৃষকদের উঁচু শস্য উৎপাদন না করতে অনুরোধ করেন।”

এদিকে আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতে বিএসএফ-বিজিবি মহাপরিচালক পর্যায়ে বৈঠক হবে। সেখানে সীমান্ত সংক্রান্ত সব বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল।

বিজিবি ও বিএসএফের মধ্যে সাধারণত বছরে দুইবার বৈঠক হয়। একটি বৈঠক ঢাকায়, আরেকটি হয় নয়াদিল্লিতে। তবে গত বছরের ৫ আগস্ট সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দুই বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে আর কোনো বৈঠক হয়নি।

আন্তর্জাতিক-এর আরও খবর