রামু ‘বঙ্গবন্ধু উৎসব’ উদযাপন পরিষদ গঠন, চেয়ারম্যান এমপি কমল

  বিশেষ প্রতিনিধি    24-10-2022    158
রামু ‘বঙ্গবন্ধু উৎসব’ উদযাপন পরিষদ গঠন, চেয়ারম্যান এমপি কমল

রামুতে বীর বাঙ্গালীর বিজয়ের ৫১ তম বার্ষিকী উপলক্ষে উদযাপিত হবে দেশের বৃহত্তম বঙ্গবন্ধু উৎসব। বিজয়ের মাস ডিসেম্বরে রামু স্টেডিয়ামে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে এ উৎসব উদযাপন করা হবে। বর্ণাঢ্য বঙ্গবন্ধু’ উৎসব আয়োজনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমলকে চেয়ারম্যান নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট ‘বঙ্গবন্ধু উৎসব উদযাপন পরিষদ ২০২২, রামু’ গঠন করা হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রামু উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘বঙ্গবন্ধু উৎসব’ উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন- কক্সবাজার-৩ (সদর, রামু, ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। সভায় সর্ব সম্মতিক্রমে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপিকে চেয়ারম্যান করে ১০১ সদস্যের উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, উপদেষ্টা যথাক্রমেঃ জাফর আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম কবির মেম্বার, বীর মুক্তিযোদ্ধা মাস্টার ফরিদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা ডা. সিরাজুল হক রেজা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঙ্গালী, বীর মুক্তিযোদ্ধা রনধীর বড়–য়া, বীর মুক্তিযোদ্ধা রমেশ বড়–য়া, আবদুল গনি চেয়ারম্যান, আবদুল মাবুদ চেয়ারম্যান, বাবুল শর্মা, কিশোর বড়–য়া, আলী হোছাইন কোম্পানী, জাহাঙ্গীর আলম সিকদার, আবদুর রহিম, জয়নাল আবেদিন, ফরিদ আহমদ চৌধুরী, হাবিব উল্লাহ চৌধুরী, আইয়ুব সিকদার, হালিম উল্লাহ চৌধুরী, মীর মো. আবুল কালাম আজাদ, আলী হোসাইন মেম্বার, ফরিদুল আলম মেম্বার, হাকিম আলী, কার্যকরী পরিষদের কো-চেয়ারম্যান শামসুল আলম চেয়ারম্যান, নুরুল ইসলাম সিকদার চেয়ারম্যার, মো. নবু আলম, মুসরাত জাহান মুন্নী, মফিজুর রহমান চেয়ারম্যান, ফিরোজ আহমদ ভূট্টো চেয়ারম্যান, আবু মো. ইসমাইল নোমান চেয়ারম্যান, এমডি শাহ আলম চেয়ারম্যান, ওসমান সরওয়ার মামুন, মহা সচিব (নিমন্ত্রণ) জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, মহা সচিব (সাংস্কৃতিক) পলক বড়–য়া আপ্পু, মহা সচিব (অর্থ) সিরাজুল ইসলাম ভ‚ট্টো চেয়ারম্যান, মহা সচিব (মিডিয়া) খালেদ শহীদ, মহা সচিব (মঞ্চ) তপন মল্লিক, মহা সচিব (প্রচার) নীতিশ বড়–য়া, মহা সচিব (আপ্যায়ন) সৈয়দ মোহাম্মদ আবদুস শুক্কুর, মহা সচিব (অভ্যর্থনা) অধ্যক্ষ রাজু বড়–য়া, মহা সচিব (খাদ্য) নুরুল হক কোম্পানী, মহা সচিব (আইন শৃঙ্খলা) ইউনুচ ভূট্টো চেয়ারম্যান, মহা সচিব (সাজ সজ্জ্বা) জাহাঙ্গীর হোসেন কোম্পানী, মহা সচিব (শব্দ নিয়ন্ত্রণ) আজিজুল হক আজিজ মেম্বার, মহা সচিব (মেলা) আবদুল্লাহ বিদ্যুৎ, মহাসচিব (ছাত্র বিষয়ক) তসলিম উদ্দিন সোহেল। এছাড়া ৩০০ সদস্য বিশিষ্ট ১৩টি উপ কমিটি গঠন করা হয়।

‘বঙ্গবন্ধু উৎসব উদযাপন পরিষদ ২০২২, রামুর নবনির্বাচিত চেয়ারম্যান সাইমুম সরওয়ার কমল এমপি জানান, আগামী ডিসেম্বর মাসে রামু স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এ উৎসব উদযাপন করা হবে। ৭ দিন ব্যাপী ‘বঙ্গবন্ধু উৎসব’ এ প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক আলোচনা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা পাঠ, গান, নাট্যানুষ্ঠানসহ নানা সাংস্কৃতিক আয়োজন। এছাড়াও প্রতিদিনের স্মৃতিচারণে বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ, জেলা ও উপজেলার নেতাসহ সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেবেন। উৎসবে বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনপঞ্জি উপস্থাপন করা হবে।

সারাদেশ-এর আরও খবর