উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুলের ইন্তেকালে রামু প্রেস ক্লাবের শোক

  বিশেষ প্রতিনিধি    30-10-2022    185
উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুলের ইন্তেকালে রামু প্রেস ক্লাবের শোক

উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এর প্রতিনিধি রফিক উদ্দিন বাবুলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন- রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এক বিবৃতিতে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত এর জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন- রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া (দৈনিক পূর্বকোণ), সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ (দৈনিক আমাদের সময়, দৈনিক কক্সবাজার), সহ-সভাপতি এসএম জাফর (দৈনিক রুপালী সৈকত), এম আবদুল্লাহ আল মামুন (দৈনিক ইনকিলাব) ও খালেদ হোসেন টাপু (দৈনিক বাঁকখালী), যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো (দৈনিক মানবজমিন, আজকের দেশবিদেশ), সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম (সিবিএন), সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন (কক্সবাজার প্রতিদিন, সকালের সময়), অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান (দৈনিক সাঙ্গু, হিমছড়ি), দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম (দৈনিক কক্সবাজার বার্তা), সহ-দপ্তর সম্পাদক শওকত ইসলাম (আজকের দেশবিদেশ), প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর (নুর নিউজ), সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর (টিটিএন), কার্যকরী সদস্য খালেদ শহীদ (দৈনিক সমকাল, রুপসীগ্রাম), জহির উদ্দিন খন্দকার (দৈনিক কক্সবাজার), মুহাম্মদ আবু বকর ছিদ্দিক (দৈনিক দিনকাল), কফিল উদ্দিন (দৈনিক খোলা কাগজ, কক্সবাজার বার্তা), সদস্য এইচবি পান্থ (সুপ্রভাত বাংলাদেশ), প্রসূন বড়ুয়া (নবান্ন টিভি), আহমদ ছৈয়দ ফরমান (দৈনিক হিমছড়ি), কামাল হোসেন (দৈনিক ভোরের কাগজ), হামিদুল হক (দৈনিক আজকের দেশবিদেশ), এসএম হুমায়ন কবির (দৈনিক জনতা), শিপ্ত বড়ুয়া (আজকের পত্রিকা, টিটিএন), মো. সাইদুজ্জামান (দৈনিক দৈনন্দিন), এমএইচ আরমান (দৈনিক মেহেদী), নুরুল হক সিকদার (এশিয়ান টিভি), সুজন চক্রবর্তী (দৈনিক কক্সবাজারর ৭১) ও মো. আবদুল্লাহ (রামু খবর ২৪), সহযোগী সদস্য হাবিবুর রহমান সোহেল, প্রকাশ সিকদার ও মিজানুল হক। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়- রফিক উদ্দিন বাবুল সততা-নিষ্ঠার সাথে আমৃত্যু সাংবাদিকতা পেশায় নিয়োজিত থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। উখিয়া উপজেলায় উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা তুলে ধরা এবং গণমানুষের কল্যাণে রফিক উদ্দিন বাবুলের অবদান সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

সারাদেশ-এর আরও খবর