কুতুবদিয়ায় চারদিন ধরে অবরুদ্ধ চার পরিবারের ১৫ সদস্য

  বিশেষ প্রতিনিধি    30-08-2022    107
কুতুবদিয়ায় চারদিন ধরে অবরুদ্ধ চার পরিবারের ১৫ সদস্য

কক্সবাজারের কুতুবদিয়ায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা হঠাৎ বন্ধ করে দেয়ায় দুর্ভোগে পড়েছে চারটি পরিবার। স্থানীয়দের সাহায্য চেয়েও অবরোধ মুক্ত হতে পারেনি এসব পরিবারের ১৫ সদস্য। ফলে রাস্তা বন্ধ থাকায় এসব পরিবারের শিশুরা যেতে পারছে না বিদ্যালয়ে। পরিবারের শতবর্ষী বৃদ্ধ লোকটি যেতে পারছে না মসজিদে। চারদিন আগে যারা ঘর থেকে বের হয়েছে তারা ডুকতে পারছে না ঘরে। আর যারা ঘরে আছে তারা বাহিরে যেতে পারছে না। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৩নং ওয়ার্ড রোমাই পাড়ায়। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসলে একদল সাংবাদিক ঘটনাস্থলে সরজমিন উপস্থিত হয়ে সত্যতার প্রমাণ পায়। স্থানীয়দের গণ্যমান্য ব্যক্তিবর্গে সাথে কথা বলেন। কিন্তু অভিযুক্ত পরিবারগুলো রাস্তা খুলে দিতে রাজি হননি। পরে অবরুদ্ধ পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সহায়তা নাম্বার ৯৯৯-এ কল করে সাহায্য চাইলে ঘটনাস্থলে যায় কুতুবদিয়া থানা পুলিশ। ঘটনার সত্যতা পান। এসময় চলাচল রাস্তা বন্ধ করার বিষয়ে জানতে চাওয়ায় অভিযুক্ত পরিবারের সদস্যরা পুলিশকে গালিগালাজসহ লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন আজকের কক্সবাজারকে বলেন,অবরুদ্ধ পরিবারটি ৯৯৯ এ সহায়তা চাওয়ার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনার সত্যতা নিশ্চিত করি। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত অভিযুক্ত পরিবারের সদস্যদের রাস্তা খুলে দেয়ার অনুরোধ করি। কিন্তু তারা আমাকে তুচ্ছতাচ্ছিল্য করে লাঞ্ছিত করার চেষ্টা করে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নিতে ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দায়ের করতে বলেছেন তিনি। স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে বিষয়টি খুবই অমানবিক ও নির্যাতনের শামিল। চলাচল রাস্তার বিষয়ে একাধিকবার বিচার-শালিসে কথা জানান তিনি। সর্বশেষ গত ৭ জুলাই ২২ অভিযুক্ত পরিবার সোলায়মান মিয়া গং এর বিরুদ্ধে উচ্চতর আদালতে শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। এলাকার সাবেক মেম্বার মোঃ হোসেন বলেন, ১৯৮৮ সালে মৃত আবদুল গফুরের পুত্র শের উল্লাহর নিকট থেকে জমি ক্রয় করে শান্তিতে বসবাস করে আসছিল আবদুল মজিদের পরিবার। শের উল্লাহর আপন ভাই জহির উল্লাহর ওয়ারিশগণ হঠাৎ করে চলাচল রাস্তায় গোয়াল ঘর তৈরি করে ও টিউবওয়েল বসিয়ে চলাচল রাস্তায় বাঁধার সৃষ্টি করে। এ সময় মৃত অলি আহমদের পুত্র সোলায়মানের কাছ থেকে চলাচলের রাস্তার জন্য ১.৫৫ শতক জামি ক্রয় করেন আবদুল মজিদের স্ত্রী মোবােরকা বেগম।ক্রয়কৃত জমি জবর দখল করে রাখায় অবরুদ্ধ হয়ে পড়েছে পরিবারটি। মানবেতর জীবনযাপন করছে পরিবারের সদস্যরা বিষয়টি দ্রুত সমাধানে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

সারাদেশ-এর আরও খবর