কুতুবদিয়ায় লবণের মাঠ দখল নিয়ে সংঘর্ষ , আহত-২

  বিশেষ প্রতিনিধি    08-11-2022    170
কুতুবদিয়ায় লবণের মাঠ দখল নিয়ে সংঘর্ষ , আহত-২

কক্সবাজারের কুতুবদিয়ায় বিরোধপূর্ণ জমির লবণের মাঠ দখলকে কেন্দ্র করে কুপিয়ে ও পিটিয়ে দুইজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মলমচর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোঃ আজম (৬৩),তানভীর আজম ছিদ্দিকী (২৪)।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আজম মামলা প্রস্তুতি নিচ্ছে বলে জানান।

জানা গেছে, দীর্ঘদিন থেকে মোঃ আজমদের সঙ্গে তাঁর ভাইয়ের ছেলে সাইফুদ্দিন ছিদ্দিকী মানিকের বাড়ির জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন বেলা ১১টার দিকে লবণের মাঠে চাষাকে বাধা সৃষ্টি করে। পরে, স্থানীয় সাবেক ইউপি সদস্য মাধ্যমে বিচারের নামে নাটক সাজিয়ে লবণের মাঠে ডেকে নিয়ে যায় আজমকে এসময় পরিকল্পিতভাবে সাইফুদ্দিন ছিদ্দিকী মানিকের নেতৃত্বে রুহুল কাদের, নেজামূল হক, দিদারুল ইসলাম, আবু ইউসুফ, সরওয়ার আলমসহ একটি দল নিয়ে মোঃ আজম (৬৩) উপর হামলা চালায়। এ অতর্কিত হামলায় তার ছেলে তানভীর আজম ছিদ্দিকীও আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া না যাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।

কুতুবদিয়া থানার ওসি ওমর হায়দার বলেন, অভিযোগ পাইনি। তবে,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ-এর আরও খবর