কক্সবাজার শহরের এবিএস প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব সম্পন্ন

  বিশেষ প্রতিনিধি    01-01-2023    174
কক্সবাজার শহরের এবিএস প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব সম্পন্ন

কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এবিসি ঘোনাস্থ আবু বকর ছিদ্দিক (এবিএস) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমূখর পরিবেশে নতুন বই বিতরণ উৎসব সম্পন্ন হয়েছে।

রোববার ১ জানুয়ারি সকালে স্কুল ভবনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী’র সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর জাহেদা আক্তার। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুজানা কর এর সঞ্চালনায় প্রধান শিক্ষকা রেহেনা বেগম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া বই বিতরণ উৎসবে অন্যান্যের মধ্যে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আবুল মনসুর প্রমুখ বক্তব্য রাখেন।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকারের বিনামূল্যে প্রদত্ত নতুন বই আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়ে।

প্রধান অতিথি কাউন্সিলর জাহেদা আক্তার তাঁর বক্তব্যে বলেন, কোভিড-১৯ এর কারণে শিশুদের পড়ালেখায় গত ২ বছর যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে শিক্ষক, অভিবাবক, ব্যবস্থাপনা কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে আরো বেশি শিক্ষার্থীদের প্রতি যত্নবান হতে হবে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদেরকে আরো অধিকতর মনোযোগী করে তুলতে হবে। প্রধান অতিথি আরো বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া সরকারের অসাধারণ এক সফলতা। বছরের পর বছর এ সফলতা দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কৃতি ও সভ্যতার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, প্রচুর অভিভাবক উপস্থিত ছিলেন।

সারাদেশ-এর আরও খবর