বুধবার, ফেব্রুয়ারি-০১, ২০২৩
দুর্ঘটনায় বাসের সামনের অংশ গুঁড়িয়ে গেছে
রংপুরের তারাগঞ্জ উপজেলার দোয়ালীপাড়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে ভর্তি করেছে। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নীলফামারীর সৈয়দপুর থেকে যাত্রীবাহী একটি বাস রংপুরে আসছিল। বাসটি তারাগঞ্জ উপজেলার দোয়ালীপাড়ায় পৌঁছালে রংপুর থেকে দিনাজপুরগামী অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।