কক্সবাজারে ১৪ লক্ষ ইয়াবা পাচার মামলার বিচার শুরু

  বিশেষ প্রতিনিধি    22-01-2023    179
কক্সবাজারে ১৪ লক্ষ ইয়াবা পাচার মামলার বিচার শুরু

এক সাথে ১৪ লক্ষ ইয়াবা টেবলেট এবং ১ কোটি ৭০ লক্ষ ৬৮ হাজার ৫০০ নগদ টাকা উদ্ধারের মামলার বিচার শুরু হয়েছে। রোববার ২২ জানুয়ারি কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর আদালতে মামলাটির চার্জ (অভিযোগ) গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। একইসাথে আগামী ৫-৭ ফেব্রুয়ারী মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য্য করা হয়েছে। পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম চার্জ গঠনের সময় আদালতকে সহায়তা করেন।

একই আদালতের নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

ইতিহাসের সর্ববৃহৎ ইয়াবা ও নগদ টাকা উদ্ধারের এ মামলায় ৫ জন আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। তারমধ্য, ৪ জন আসামী চার্জ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন। তারা হলো : নজরুল ইসলাম এর পুত্র জহুরুল ইসলাম প্রকাশ ফারুক (৩৪), মোজাফফর আহমদ এর পুত্র নুরুল আমিন বাবু (৪০), আবুল হোসেনের পুত্র আবুল কালাম (৪৮)এবং আবুল কালাম এর পুত্র শেখ আবদুল্লাহ (১৯)। একজন আসামী পলাতক রয়েছে। আসামীদের সকালের বাড়ি কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়াছটায়।

২০২১ সালের ১০ ফেব্রুয়ারী কক্সবাজারের ডিবি পুলিশ (গোয়েন্দা বিভাগ) এর একটি টিম এক সাড়াশি অভিযান চালিয়ে এসব ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করে।

সারাদেশ-এর আরও খবর