আমরা ধৈর্য ধরেছি, কিন্তু দুর্বল না: শামীম ওসমান

  বিশেষ প্রতিনিধি    26-01-2023    181
আমরা ধৈর্য ধরেছি, কিন্তু দুর্বল না: শামীম ওসমান

বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, তারা ধৈর্য ধরেছেন তবে দুর্বল নন। আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থি আইনজীবীদের প্রচারণা শেষে এ কথা বলেন তিনি।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘কয়দিন আগে বিএনপি এমন একটা অবস্থা সৃষ্টি করল ক্ষমতায় চলে আসছে, ক্ষমতায় চলে আসবে। ১০ তারিখে (১০ ডিসেম্বর) এ হবে সে হবে। আমি বলেছিলাম টেলিভিশনে, ঘোড়ার ডিমটা হবে। এখনো বলছি ঘোড়ার ডিম না, কোনো ডিমই হবে না ওদের। ঘোড়াও ডিম পাড়বে না ওদের জন্য। ওদের দিন শেষ। আম্মা গ্রুপ, ভাইয়া গ্রুপ হয়ে অনেক ভাগ হয়ে গেছে।’

শামীম ওসমান বলেন, ‘বিএনপির সঙ্গে অত গণতন্ত্র চর্চা করার মানসিকতা নেই। বিএনপির ভাই যারা আছেন তারা মনে রাখবেন ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত আপনারা কী করেছেন। এমন অত্যাচার করা হয়েছিল লাশ কবরস্থানে নিতে দেয়নি। লাশের ওপর গুলি করেছিল।’

তিনি বলেন, ‘আমাদের বাড়িঘরে হামলা করা হয়েছিল। ৩০০ গাভির দুধের বাট (ওলান) কেটে দেওয়া হয়েছিল (সেলিম ওসমানের খামারের)। শুধু সিদ্ধিরগঞ্জ এলাকায় এক খুনির নির্দেশে আমাদের নয়জন নেতাকে হত্যা করা হয়েছিল। ৪৯ জনকে আমাদের হাত দিয়ে দাফন করতে হয়েছে তাদের ক্ষমতার আমলে। এরা তারা।’

বিএনপির উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘যারা বিএনপি করছেন অনেক বড় বড় কথা, অনেক বড় বড় উচ্চারণ আপনারা করছেন। আপনাদের উদ্দেশে বলতে চাই, শান্ত থাকুন। নারায়ণগঞ্জে পরিবেশ শান্ত থাকতে দেন। আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমাদের বহু বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। এগুলো যদি একবার মাথায় মনে পড়ে যায় তাহলে কিন্তু আপনাদের জন্য নারায়ণগঞ্জে বসবাস করা কঠিন হয়ে পড়বে। কঠিন হয়ে যাবে, এটা পরিষ্কারভাবে বলতে চাই।’

তিনি বলেন, ‘আমরা ধৈর্য ধরেছি, কিন্তু আমরা দুর্বল না। আপনারা যে অপরাধ করেছেন সেজন্য বিচার হয়েছে। জনগণ আপনাদের বিরুদ্ধে রায় দিয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মনিরুজ্জামান বুলবুল, আইনজীবী মাসুদ উর রউফ, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ।

সারাদেশ-এর আরও খবর