কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জাম সহ আটক-৪

  বিশেষ প্রতিনিধি    05-09-2022    101
কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জাম সহ আটক-৪

কক্সবাজার শহরে ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জাম সহ ৪ জনটকে আটক করা হয়েছে। ৪ সেপ্টেম্বর (রবিবার) দিবাগত রাত ১ টায় খুরুশকুল ইউপির ৯ নংওয়ার্ডের কর্মাস কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি (তদন্ত) মোঃ সেলিম উদ্দিন। আটককৃতরা হলেন, চৌফলদন্ডীর ৪ নং ওয়ার্ডের কোনার পাড়ার ফরিদুল ইসলামের ছেলে শরিফ উদ্দিন (২১), ৬ নং ওয়ার্ডের ঘোনার পাড়ার আব্দুল মালেকের ছেলে তুহিন বিন মালেক (১৭), খুরুশকুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাটখোলা পাড়ার মৃত ওমর হামজার পুত্র মোঃ ইউনুস (২১) এবং ৯ নং ওয়ার্ডের কুলিয়া পাড়ার মৃত শামসল আলমের ছেলে নুরুল আজিম প্রকাশ ডিপজল (২১)। এসময় ডাকাতির প্রস্তুতিকালে ব্যবহৃত ১টি সিএনজি, ১টি ৪.৫ ইঞ্চি সাইজের কালো রঙের স্টীলের হাতঘোষা, ৬টি কালো মাস্ক, ২টি টিপ ছুরি, ১টি স্টিলের বাটন স্টিক সহ ১টি রুমাল উদ্ধার করেছে অভিযানকারী পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সেলিম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুরুশকুলে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাতদের আটক করতে সক্ষম হয়। এসময় ধৃত আসামির নিকট বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীরুল গীয়াস বলেন, ডাকাতির প্রস্তুতিকালে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৪ জনকে আটক করা হয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। সদর মডেল থানার আওতাভুক্ত এলাকাসমূহকে মাদক ও সন্ত্রাসমুক্ত এবং পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করণে প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ-এর আরও খবর