কূটনৈতিকদের ধোঁকা দিতেই জামায়াত-বিএনপির বিচ্ছেদ নাটক

  বিশেষ প্রতিনিধি    06-09-2022    88
কূটনৈতিকদের ধোঁকা দিতেই জামায়াত-বিএনপির বিচ্ছেদ নাটক

বিদেশি দূতাবাস ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে গত কয়েক বছর ধরেই চেষ্টা চালাচ্ছে বিএনপি। কিন্তু সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃত জামায়াতের সঙ্গে জোট থাকায় তারা বারবার ব্যর্থ হচ্ছিল। ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের কূটনৈতিকরা জামায়াতকে ত্যাগ করার শর্ত দিয়েছিল বিএনপিকে। কিন্তু তারেক রহমানের আপত্তির কারণে জোট শরিক জামায়াতকে ছাড়তে পারছিল না দলটি। এ কারণে কূটনৈতিকদের ধোঁকা দিতে স্ট্র্যাটেজি বদলের দিকে হাঁটছে বিএনপি। মিডিয়ার সামনে সৃষ্টি করেছে বিচ্ছেদ নাটক। বিএনপির বক্তব্য- জামায়াত সন্ত্রাসী সংগঠন, তাই আমরা আর তাদের সঙ্গে নেই। অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, আমরা বিএনপির সঙ্গে খোলামেলা আলোচনা করেছি। তারা ঐকমত্য পোষণ করেছে, তারা আর কোনো জোট করবে না। শফিকুর রহমান বোঝাতে চেয়েছেন, বিদেশি প্রভুদের স্বেচ্ছায় জামায়াতের সঙ্গ ত্যাগ করার বার্তা দিতে চায় বিএনপি। এদিকে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে পারলেই বিএনপিকে গুরুত্ব দেবে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের কূটনৈতিকরা- এমন ইঙ্গিত দিয়েছে বিএনপির বেশকিছু বিদেশি এজেন্ট।

সারাদেশ-এর আরও খবর