চকরিয়ায় ছাগল বাদাম পাতা খাওয়ায় পিটিয়ে গৃহবধূকে হত্যা

  বিশেষ প্রতিনিধি    05-03-2023    212
চকরিয়ায় ছাগল বাদাম পাতা খাওয়ায় পিটিয়ে গৃহবধূকে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় উঠানে শুকাতে দেওয়া বাদাম গাছের পরিত্যক্ত পাতা খাওয়ার দায়ে পিটিয়ে কুলছুমা বেগম(৪০) নামের গৃহবধূকে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

নিহত-কুলছুমা বেগম(৪০) সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর সুরাজপুর-পাহাড়তলী গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় মেম্বার মো.হানিফ বলেন,মাতামূহুরী নদীর চরে বাদাম চাষ করে ওই এলাকার মোঃহারুন।সে চর থেকে বাদাম তুলে,গাছগুলো নিজের বসতবাড়ীর উঠানে শুকাতে দেন।এমতাবস্থায় হতভাগী কুলছুমা বেগমের পালিত ছাগলে ওখানে গিয়ে,বাদাম গাছের পরিত্যত্ত পাতা খাচ্ছিল।

এমন দৃশ্য দেখে হারুন ছাগল বেঁধে রাখেন।পরে কুলছুমা খবর পেয়ে ছাগলের জন্য গেলে,ছাগল দিবে না বলায়,কুলছুমা আমার কাছে বিচার নিয়ে আসেন।আমি স্থানীয় গণ্যমান্য লোকজন নিয়ে বিষয়টি সমাধান করে দিয়েছি।রাতে হঠাৎ স্থানীয়রা জানান,দুই পরিবারের মধ্য ছাগলের বিষয় ফের তর্কাতর্কি হয়।এক পর্যায়ে সশস্ত্র নিয়ে তুমুল মারামারি হয়।এসময় ছাগলের মালিক কুলছুমা নিহত হয়েছে।এঘটনায় আরো ২/১জন আহত হয়।পরে চেয়ারম্যানের মাধ্যমে থানায় খবরটি দেওয়া হয়।

চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়।তার শরীরের আঘাতের চিহ্ন দেখা যায়।কুলছুমার মরদেহ চমক হাসপাতালে রয়েছে।

সারাদেশ-এর আরও খবর