কোস্টগার্ডের অভিযানে শপিং ব্যাগ থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধার

  বিশেষ প্রতিনিধি    16-03-2023    142
কোস্টগার্ডের অভিযানে শপিং ব্যাগ থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে শপিং ব্যাগের ভেতর থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে । এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে কাটাবুনিয়া ঝাউবনের ভেতর দিয়ে একজন লোককে সাদা রংয়ের একটি শপিং ব্যাগ হাতে আসতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দিলে ব্যক্তির হাতে থাকা শপিং ব্যাগটি ফেলে দ্রুত ঝাউবনের দিকে পালিয়ে যায়।

কোস্টগার্ড সদস্যরা শপিং ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ১৪ হাজার ইয়াবা জব্দ করেন। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান,জব্দকৃত ইয়াবাগুলো পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর