সুপ্রীম কোর্ট বারের নির্বাচনে নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবী ফোরামের প্রতিবাদ সভা

  বিশেষ প্রতিনিধি    20-03-2023    198
সুপ্রীম কোর্ট বারের নির্বাচনে নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবী ফোরামের প্রতিবাদ সভা

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ও সাংবাদিকদের উপর পুলিশের নগ্ন হামলা, আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রহণযোগ্য সার্বজনীন কমিশন গঠনের মাধ্যমে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনের পূণ: তফশিল ঘোষনার দাবীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে ফোরামের কক্সবাজার জেলা বার ইউনিটের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১৯ মার্চ সকালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কক্সবাজার জেলা বার ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আইনজীবী ফোরাম কক্সবাজার জেলা বার ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, ফোরামের সাংগঠনিক সম্পাদক ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, সমিতির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট কাসেম আলী, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনির উদ্দিন প্রমুখ।

অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী’র সঞ্চালনায় ও আইনজীবী ফোরাম কক্সবাজার জেলা বার ইউনিটের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু’র ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে ফোরামের সাবেক আহবায়ক অ্যাডভোকেট সেলিম উল্লাহ, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম, অ্যাডভোকেট মোক্তার আহমদ-৩, সাবেক আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশিদ, অ্যাডভোকেট খোরশেদ আলম কুতুবী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক (হিসাব) অ্যাডভোকেট মাহবুবুল আলম টিপু, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহীন, অ্যাডভোকেট জিয়া উদ্দিন, অ্যাডভোকেট আবদুল মজিদ, অ্যাডভোকেট রিদুয়ান সিদ্দিকী, অ্যাডভোকেট নাজেম উদ্দিন, অ্যাডভোকেট ফরিদুল আলম, অ্যাডভোকেট ছৈয়দুল আলম, অ্যাডভোকেট ইফতেখার মাহমুদ মুন্না, অ্যাডভোকেট ফয়সাল মোশাররফ, অ্যাডভোকেট একেএম জুনাইদ, অ্যাডভোকেট রবিউল আলম রবি, অ্যাডভোকেট মহিউদ্দিন, অ্যাডভোকেট ইয়াছিন সোহান সহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সরকারদলীয় আইনজীবীদের ইন্ধনে সাংবাদিক ও আইনজীবীদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। বক্তারা আইনজীবীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রহণযোগ্য সার্বজনীন কমিশন গঠনের মাধ্যমে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনের পূণ: তফশিল ঘোষনার জোর দাবি জানান।

সারাদেশ-এর আরও খবর