রোজার শুরুতে পণ্যের দাম বাড়লেও এখন কমছে: বাণিজ্যমন্ত্রী

  বিশেষ প্রতিনিধি    31-03-2023    111
রোজার শুরুতে পণ্যের দাম বাড়লেও এখন কমছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘রোজার প্রথম দিকে সবাই একসঙ্গে বেশি পণ্য কেনায় কিছুটা চাপ তৈরি হয়। বর্তমানে সেই চাপ কমে গেছে। তাই, ঢাকা শহরেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে।’

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে রংপুরে দুই দিনের সফরে এসে নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংসহ দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। এতে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।’

সম্প্রতি ভুটান সফর নিয়ে তিনি বলেন, ‘চলতি বছরের মে মাসে ভুটানের সঙ্গে জলবিদ্যুৎ চুক্তি স্বাক্ষরিত হবে। তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে আগ্রহী।’

ভুটানের রাজা বাংলাদেশ সফরে আসবেন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তিনি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।’

সারাদেশ-এর আরও খবর